রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন

বন্যার পানিতে সাঁতার শিখতে গিয়ে কলেজ ছাত্র’র মৃত্যু

মোঃ জালাল উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ / ১৯২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২

বন্যার পানিতে সাঁতার শিখতে গিয়ে কলেজ ছাত্র’র মৃত্যু

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ধামাই চা-বাগান এলাকায় বন্ধুদের সঙ্গে সাঁতার শিখতে বন্যার পানিতে নেমেছিলেন কলেজ শিক্ষার্থী অনুপম উপাধ্যায় (২০)। কিন্তু সাঁতার আর শেখা হয়নি তার। পানিতে ডুবে মারা গেছেন ডিগ্রি কলেজে অধ্যয়নরত এই শিক্ষার্থী।
মঙ্গলবার ০৫ জুলাই ২০২২ইং,  রাত সাড়ে ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত অনুমপ শ্রীমঙ্গল উপজেলার গান্ধীছড়া চা বাগানের বাসিন্দা। তিনি কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজে স্নাতক প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলার ধামাই চা বাগান এলাকার বাসিন্দা কিশোর মিত্র হলেন অনুপমের মামা। তিনি মামার বাড়িতে থাকতেন। মঙ্গলবার বিকেলে বন্যার পানিতে সাঁতার শিখতে পানির ড্রাম নিয়ে বন্ধুদের সঙ্গে পানিতে নামেন অনুপম। কিন্তু ড্রাম ছিদ্র হয়ে যাওয়ায় পানিতে তলিয়ে যান তিনি। তার সন্ধান না পেয়ে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।
খবর পেয়ে  কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারে চেষ্টা চালান। খোঁজাখুঁজির পর না পেয়ে  তাদের একটি ডুবুরী দলকে খবর দিলে তারা এসে উদ্ধার অভিযান পরিচালনা করে। ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের কয়েক ঘণ্টা প্রচেষ্টার পর সন্ধ্যা সাড়ে সাতটায় তার লাশ উদ্ধার করা হয়।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার চক্রবর্তী বলেন, শিক্ষার্থীর মরদেহ রাতেই উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর