ওসমানীনগরে শিক্ষক সমিতি‘র উদ্যোগে অর্থ বিতরণ
সিলেটের ওসমানীনগরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ওসমানীনগর উপজেলা শাখা। এরই ধারবাহিকতায় বুধবার দুপুরে উপজেলার প্রথমপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি ৬০টি পরিবারের হাতে অর্থিক সহায়তা তুলে দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফ মো. নেয়ামত উল্যা, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অজিত পাল।
সংগঠনের উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোজ কুমার দাশের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ওসমানীনগর শাখার উপদেষ্ঠা সুজিত দেব, সাবেক সভাপতি প্রণেশ দাশ, বর্তমান কমিটির সহ-সভাপতি মলয় দেব, অজয় কুমার পাল, সেলিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক সীমা রানী দাশ, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, সহ-সাংগঠনিক সুবর্ণা রানী দত্ত, অর্থ সম্পাদক শেখর দেব, সাংস্কৃতিক সম্পাদক অরুপ দেব, সদস্য শংকরী রানী পাল, প্রধান শিক্ষক নুহেল আহমদ, মহেশ কুমার দাশ, আব্দুর রব, ইউপি সদস্য শেখ আসাদ্দুজামান জুবায়ের, সহকারী শিক্ষক পিংকু দেব প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি যে কোন দূর্যোগে আর্থমানবতার সেবায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে আছে এবং থাকবে। শিক্ষক সংগঠনের উদ্যোগে এ পর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের অর্থিক সহায়তা করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নে আর্থিক সহায়তা প্রদান করা হবে। ওসমানীনগরে বন্যায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারদের শিক্ষক সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান একটি প্রশংসনীয় উদ্যোগ।