শিরোনাম
বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ’র হাতে দুই বাংলাদেশী যুবকক আটক। গার্ডকে মারতে এসে আইনজীবীকে নির্মমভাবে হত্যা, ৫ জন গ্রেফতার। বৃষ্টিতে ‘বিদ্যুৎবিভ্রাট’রাণীশংকৈলে মোমবাতির আলোতে এসএসসি পরীক্ষা। ডিমলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দুর্নীতির অভিযোগে বদলি। মাধবপুরে এসএসসি সমমান পরীক্ষার প্রথম দিনে ৩৫ জন অনুপস্থিত। কালিয়াকৈরে আগুনে পুড়ে গেল ৩ টি ঝুটের গোডাউন। গাঁজায় ইসরাইলি হামলার প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রায়পুরায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। ইনডাকশান প্রশিক্ষণ ডিজি এ্যাওয়ার্ড পেলেন নাজমুল হক। পরিবেশ দুষণরোধে পলিথিনের ব্যবহার বর্জন ও প্লাষ্টিকের পুন:ব্যবহার জনসচেতনতামূলক ক্যাম্পেইন।
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০২:৫১ অপরাহ্ন

দেশে ইসলামী হুকুমত ও দ্বীন প্রচারে কওমী অঙ্গনে সাংবাদিকতার বিকল্প নাই!

এইচ এম শোয়াইব,কক্সবাজার প্রতিনিধিঃ / ২৯৫ বার পড়া হয়েছে
প্রকাশের তারিখ ও সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

দেশে ইসলামী হুকুমত ও দ্বীন প্রচারে কওমী অঙ্গনে সাংবাদিকতার বিকল্প নাই!


বাংলাদেশ একটি ছোট্ট কান্ট্রি এখানে বসবাস করে ভিবিন্ন জাতি, তারা অধিকার আদায়ে সবাই নিরন্তর ছুটে চলছে এবং গর্তব্যে তারা এখন সফল। পার্বত্য চট্টগ্রাম নিয়ে যেই ষড়যন্ত্র চলছে আজও কি? সরকার তাদেরকে কিছুইতেই শুরাহ করতে পেরেছে।

একটি মুসলিম রাষ্ট্র হয়েও আজ তাদের তত্ত্ববাধানে চলতে হচ্ছে সরকার কে, তারা কী ভাবে বাংলাদেশে তাদের পরিচলানায়ে রাষ্ট্র কায়েম করতে মরিয়া।

আর কেনো ইসলামিক লোক বা ব‍্যাক্তি ধর্মীয় ভাবে কথা বললেই সরকারের তরফ থেকে জঙ্গি বা বিভিন্ন উপাধি পেয়ে যায়। আমার কথা হচ্ছে একটি মুসলিম দেশ মুসলিম শাসনব্যবস্থা থাকা দরকার ছিলো, সেই দেশের মিডিয়া গুলি আজ কাজ করছে ইসলামের বিরুদ্ধে। নিজকে বড় ছোট্ট মনে হয় কারণ আমরা বলতে গেলে ব্যর্থ কারণ আমরা ইসলামের সঠিক পথ মানুষ কে বুঝিয়ে দিতে পারছি না বটে মিডিয়া জগতে শূন্যতার হিড়িক পড়েছে । আর মিডিয়া জগতে আসলেই থাকে ভিবিন্ন চোখে দেখে এবং এক পর্যায় তাকে সেই কাজ থেকে সরে আসতে বাধ্য করা হয়।

আর ইসলাম অত ছোট পর্যায়ের কিছু নয় যে গণমাধ্যমের বিষয়টিকে এড়িয়ে যাবে। মানুষের জীবনদর্শনের সবকিছু নিয়েই আলোচনা করেছে ইসলাম তথা কুরআন। এর ব্যাখ্যা পাওয়া যায় নবীজীর (সা.) হাদিসে।

পৃথিবীতে যে নবীরা এসেছিলেন সবাই আখেরাতের সংবাদই তারা পরিবেশন করেছেন। আজকের আধুনিক যুগের গণমাধ্যমকর্মীরা জায়গায় জায়গায় গিয়ে যেভাবে আগে আগে খবর জেনে মানুষের জন্য মিডিয়াতে প্রকাশ করেন, তেমনি নবীরাও ফেরেশতাদের মাধ্যমে পাওয়া আখেরাতের নানা খবর জানাতেন আল্লাহভোলা বান্দাদের। সুতরাং মিডিয়া কাল্পনিক কিছু নয়। মিডিয়াটাও মাইকের ব্যবহারের মতোই। ভালো করলে ভালো না করলে নয়। তবে মিডিয়াবিমুখ জীবন বা জাতি গঠনের চিন্তাটা কাউকেই এগিয়ে দেবে না। অনেকে নানা রকম মিডিয়া পরিচালনা করে অথচ বলে আমি মিডিয়ার লোক নই। দেয়ালপত্রিকা থেকে শুরু করে সমাজের নানা অংশে ছড়িয়ে ছিটিয়ে আছে মিডিয়ার কাজ।

বইপ্রকাশ, সাহিত্যকাগজ প্রকাশ, পোস্টার- প্রোগ্রাম ইত্যাদিও তো মিডিয়া রিলেটেডই। এক সময় আরবে বিজ্ঞপ্তিটাও অনেক বড় মিডিয়ার কাজ করতো। মাদরাসায়, মসজিদে, খানকায়ও মিডিয়ার কাজ চলে। আমি মনে করি, কেবল পত্রিকা, টেলিভিশন, অনলাইনই মিডিয়া নয়। দু’টো কবিতার লাইনও ‘স্টিকার হয়ে’ মিডিয়ার কাজ করতে পারে। একে তো অবৈধ বলার কিছু নেই। ইসলামের সঙ্গে মিডিয়ার কোনোভাবেই সাংঘর্ষিক নয়। আসুন ইসলাম প্রচারে মিডিয়া ব‍্যাক্তিদের কে সহযোগিতা করি।

তারাই ইসলামি বিপ্লব ভয়ে আনবে দেশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর