শিরোনাম
উল্লাপাড়ায় ইয়াবাসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। দুর্গাপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট প্রশিক্ষণ। ডিমলায় বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। গাঁজায় চলম ধ্বংসষজ্ঞ ও প্রানহানীর প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ। গাঁজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ মিছিল। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল। ইহুদীদের সাথে হযরত মুহাম্মদ (স.) জামাকে তুলনা করায় মৌলভীবাজারে প্রতিবাদ। কালিয়াকৈর চাপাইর তুরাগ নদীতে বৃদ্ধের লাশ উদ্ধার। উল্লাপাড়ায় শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা অভিযোগ। উল্লাপাড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ।
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন

মাধবপুরে পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি গ্রেফতার।

মোঃ নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ / ২১৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২

মাধবপুরে পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি গ্রেফতার।


হবিগঞ্জের  মাধবপুর থানার বিশেষ অভিযানে  ১১টি ওয়ারেন্ট মূলে ০৯ (নয়) জন পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায় রবিবার ০৩ জুলাই গোপন সংবাদ ভিত্তিতে মাধবপুর থানার কয়েকটি আভিযানিক টিম অভিযান পরিচালনা করে এএসআই জিয়াউর রহমান কর্তৃক ১/ জিআর-১১৭/১৬, জিআর-২২৭/২২ এবং জিআর- ৩৭৯/১৬ এর পরোয়ানাভুক্ত আসামী হল হেফজু মিয়া (৩৮) সে উপজেলা খড়কি গ্রামের মাহফুজ মিয়ার ছেলে।
থানার এসআই রঞ্জন কুমার ভৌমিক ও এএসআই টিপু মিত্র কর্তৃক জিআর-১২/১৯ এর পরোয়ানাভুক্ত আসামী হলঃ ২। সবুজ প্রধান, ৩। সারথী প্রধান, উপজেলা চা বাগান (বিশ টিলা) নোয়াপাড়া গ্রামের উভয় নরেশ প্রধান ছেলে।
থানার এসআই মোঃ আব্দুল ওয়াহেদ গাজী ও এসআই ছাইদুর রহমান কর্তৃক নারী শিশু ২৮/২২ এর পরোয়ানাভুক্ত আসামী হলঃ ৪।মোঃ রোমান মিয়া, পিতা-মোঃ জিতু মিয়া, ৫। মোঃ সাদ্দাম হোসেন, পিতা-মোঃ কাসেম মিয়া, উভয় সাং-ইটাখোলা মুড়াপাড়া, এবং নারী শিশু ৪৫৩/১৮ পরোয়ানাভুক্ত আসামী হলঃ ৬। জানু মিয়া, পিতা-মৃত ইছব আলী, সাং-মেরাশানী, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, নারী শিশু ৯২/২২ পরোয়ানাভুক্ত আসামী হলঃ ৭।  উজ্জল মিয়া, পিতা-ফজল ‍মিয়া, সাং-বুল্লা, এসআই মঞ্জুরুল ইসলাম কর্তৃক নন জিআর-২৯/২২ পরোয়ানাভুক্ত আসামী হলঃ ৮। মোঃ বশির মিয়া (৫০) পিতা-মৃত সামছু মিয়া, সাং-কমলপুর, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, এসআই শামসুল আরেফিন জিহাদ ভুইয়া কর্তৃক মিস-২৭৯/২১ পরোয়ানাভুক্ত আসামী ৯। জাহার মিয়া (৩৫) পিতা-বাস্বিমুল, সাং-পূর্ব মাধবপুর।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান ওয়ারেন্ট ভূক্ত পলাতক  সর্বমোট ০৯ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর