বাঁশখালীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত-৩
চট্টগ্রাম(১৬)বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের পুর্ব রত্নপুর পেলাগাজির বাড়ী এলাকায় (৩ জুলাই) রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় মহিলাসহ ৩ জন আহত হয়েছে।
গুরুতর আহত হেফাজুল ইসলাম (২৭), আনকুরা বেগম (৬২) ও সায়মা বেগম (২৩)কে প্রথমে বাঁশখালী উপজেলা হাসপাতাল এবং হেফাজুল ইসলামের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাবেক ইউপি সদস্য এবাদুল হকের লোকজন এই হামলা চালিয়েছে বলে জানা গেছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল।
জানা গেছে, বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পুর্ব রত্নপুর গ্রামের মুহাম্মদ আবুল বশরের সাথে দীর্ঘ দিন ধরে একই এলাকার মৃত আহমদ কবিরের ছেলে তাওহীদুল ইসলাম এবং সাবেক মেম্বার এবাদুল হকের বিরোধ চলে আসছিল। গত রোববার সকালে আবুল বশরের মালিকানাধীন জায়গা জবর দখল করে সেখানে কাজ করতে গেলে আবুল বশর ও পরিবারের সদস্যরা বাঁধা দেয়।
এতে ক্ষীপ্ত হয়ে সাবেক ইউপি মেম্বার এবাদুল হকের নেতৃত্বে সন্ত্রাসীরা আবুল বশর ও পরিবারের সদস্যদের উপর সন্ত্রাসি কায়দায় হামলা চালায়। এসময় আবুল বশরের একটি সিএনজি অটোরিকশাও ভাঙচুর করেছে প্রতিপক্ষরা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে ও মামলার প্রস্তুতি চলছে।
Post Views: 183