বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন

ডোমার-ডিমলা সড়কের সিংগাহারা নদীর পাড়ের গাইডওয়ালে ভাঙ্গন।

মোঃ হাবিবুল হাসান,ডিমলা(নীলফামারি)প্রতিনিধিঃ / ১৮৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ জুলাই, ২০২২

ডোমার-ডিমলা সড়কের সিংগাহারা নদীর পাড়ের গাইডওয়ালে ভাঙ্গন।


নীলফামারী ডিমলায় শৈল্যার ঘাট ব্রীজ সংলগ্ন সিংগাহারা নদীর পাড় ঘেষা ডোমার-ডিমলা সড়কটির ভাঙ্গনরোধে আরসিসি গাইডওয়াল নির্মান করা হয়।

জানা গেছে,এলজিইডির অর্থয়ানে ২০১৯-২০২০ অর্থবছরে ডোমার-ডিমলা সড়কের পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কটির পূনঃনির্মানসহ সিংগাহারা নদীর পাড় ঘেষা ৩০০ মিটার গাইডওয়াল নির্মাণ কাজে ব্যয় ধরা হয় পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকা। কিন্তু নির্মান কাজ শেষ হতে না হতেই ফাটল সৃষ্টি হওয়ায় পরে মেরামত করা হয়। মেরামতের কয়েক মাসের মধ্যে আবারো তিনচার জায়গায় সড়কের গাইডওয়ালটি ভেঙ্গে পড়ে। স্থানীয় বাসিন্দা আমিনুর রহমান জানান, যখন কাজ করেছিল তখন একবার ভেঙ্গে গেছে এখন আবারো তিনচার জায়গায় ভেঙ্গে গেছে। গাইডওয়াল নির্মানের সময় ভালো ভাবে কাজ করা হয়নি ।

ডোমার-ডিমলা সড়কের সিংগাহারা নদীর পাড় ঘেষা গাইডওয়ালটি সহ পাঁকা রাস্তার অংশ ভারী বর্ষন ও নদীর স্রোতে যেকোন সময় ভেঙ্গে যেতে পারে। স্থানীদের অভিযোগ,নির্মানে ত্রুটি অপরিকল্পিত নক্সা ও নিম্ন মানের কাজের কারনে সড়কের গাইডওয়ালটি এ দুরবস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর