উৎপল হত্যার প্রতিবাদে উল্লাপাড়ায় বাকশিসের মানবন্ধন ও সমাবেশ।
সিরাজগঞ্জের উল্লাপাড়া প্রেস ক্লাবের সামনে কলেজ শিক্ষক উৎপল হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২ জুলাই শনিবার সকাল ১১ টার সময় সিরাজগঞ্জ জেলা কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এর উদ্যোগে আয়োজিত মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে উল্লাপাড়াসহ সিরাজগঞ্জের বিভিন্ন কলেজের প্রায় ৩ শতাধিক শিক্ষক ও উল্লাপাড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ গ্রহন করে।
এসময় উল্লাপাড়া উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও এইচ টি ইমাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবু জাফর এর সঞ্চাচলনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাকশিস সিরাজগঞ্জ শাখার সভাপতি বদিউর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল সরকার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সংগঠনের কামারখন্দ শাখা সভাপতি হাসানুর রহমান, বেলকুচি শাখার সভাপতি নজরুল ইসলাম, শাহজাদপুর শাখার সভাপতি রুহুল আমিন,শিক্ষক নেতা আলপনা ভৌমিক, সালাউর রহমান, রফিকুল ইসলাম খোকন, আব্দুল খালেক, নিহত উৎপলের ভাই অলক বন্ধু সরকার,ফাহিমা তন্বী প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে নিহত উৎপলের বৃদ্ধা মা গীতা রানী সরকার মোবাইল ফোনে অংশ নিয়ে প্রধান মন্ত্রীর কাছে তার পুত্র হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা শিক্ষাঙ্গনে শিক্ষকদের মর্যাদা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে উৎপল হত্যা মামলা বিশেষ ট্রাভুনাল আদালতে স্থানান্তর করে ঘাতক আশরাফুল ইসলাম জিতু’র ফাঁসি দাবি করেন।