রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন

হাবিবের হলুদ ক্ষেতে শত্রুর বসবাস।

মোঃ মোস্তাফিজুর রহমান,বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ / ১৭৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ জুলাই, ২০২২

হাবিবের হলুদ ক্ষেতে শত্রুর বসবাস

আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ও আড়ানী বাজারের আবদুস সাত্তারের কাছের মানুষ বলতে পারেন আপন আত্মীয় হাবিব। তাই হাবিবকে ২ বিঘা জমি দেখা শুনাকরতে দেন। সেও সেই জমিতে স্বপ্ন বুনতে শুরু করে। ফলে দেড় মাস আগে এই জমিতে হলুদ রোপন করেন। হলুদ ভাল ফলন হবে বলে আশাবাদীও ছিলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম সেই হলুদ ক্ষেতে শত্রুতা করে ঘাস মারা বিষ প্রয়োগ করে।

রাজশাহীর বাঘায় বৃহস্পতিবার (৩০ জুন) রাতে উপজেলার আড়ানী উপ-স্বাস্থ্য কেন্দ্রের পেছনে হাবিব হোসেনের রোপন করা হলুদের জমিতে এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও আড়ানী বাজারের আবদুস সাত্তার মিঞার দুই বিঘা জমিতে হলুদ রোপন করেন হাবিব নামের এক ব্যক্তি। হাবিব বাগাতিপাড়া উপজেলার মালিগাছা গ্রামের মৃত সাদেক আলী মন্ডলের ছেলে। আত্মীয়তা হিসেবে আবদুস সাত্তার মিঞার জমি দেখাশুনা করেন হাবিব। এই জমিতে শত্রুতা করে রাতের আধারে কে বা কারা ঘাস মারা বিষ প্রয়োগ করে। এতে দুই বিঘা জমির প্রায় হলুদ ক্ষেত নষ্ট হয়ে গেছে।
এ বিষয়ে আড়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবগত করা হয়েছে।আড়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, শত্রুতা করে ঘাস মারা বিষ প্রয়োগ করে হলুদ ক্ষেত নষ্ট করার বিষয়ে ক্ষেতের মালিক অবগত করেছেন। বিষয়টি আমি অবগত হয়েছি। তবে যারা এমন কাজ করেছে, তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত বলে মনে করেন করি।
এ বিষয়ে হলুদ ক্ষেতের মালিক হাবিব হোসেন বলেন, আত্মীতা হিসেবে আবদুস সাত্তার মিঞার জমি দেখাশুনা করি। তার জমিতে রোপন করা হলুদ ক্ষেতে ঘাস মারা বিষ প্রযোগ করে নষ্ট করে দেওয়া হয়েছে। বিষয়টি থানাকে অবগত করবো।
এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, অভিযোগ করলে ব্যবস্থা নিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর