দেওয়ানগঞ্জে টিসিবি পণ্য বিতরণে অনিয়ম, তেল চিনি উধাও।
৩০ জুন ২০২২ বৃহস্পতিবার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) টিসিবির পণ্য বিতরণ নিয়ে ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার ৪৫২৫ টি কার্ডের পণ্য বিতরণ করার কথা থাকলেও কিছু কার্ডের পণ্য বিতরণ করে বিতরণ কার্যক্রম স্থগিত রাখেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আজ বৃহস্পতিবার সকালে কিছু পণ্য বিতরণের পরেই ডাল বাদে সকল তেল চিনি উধাও হয়েছে বলে জনসাধারণ অভিযোগ তোলেন। পণ্য না পাওয়া ব্যক্তিগণ পণ্য নিতে এলে পণ্যের সংকট বলে জানানো হয় ডিলার পক্ষ হতে। এতে উপস্থিত জনতা উত্তেজিত হয়।
দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান। ডিলার পক্ষের লোকদের হেফাজত করেন ও উপস্থিত জনতাকে শান্ত করেন। ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান ডিলারকে মাল বিতরণের চাপ প্রয়োগ করলে ডিলার পক্ষ হতে পণ্য এনে পুনরায় দুপুর হতে পণ্য বিতরণ কার্যক্রম শুরু করেন।
টিসিবি ডিলার রেজাউল করিম রেজা এর পক্ষ হতে ভুল স্বিকার করে বলা হয়,পণ্য গুলো ভুলক্রমে পাররামরামপুর চলে গেছে। প্রতি জনের কাছে নেওয়া অতিরিক্ত টাকা ফেরৎ দিবেন বলেও জানান ডিলার পক্ষ। সরকারি বিধি মোতাবেক ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ডাল, ২ কেজি চিনি ৪৬০ টাকায় দেওয়ার কথা থাকলেও ৪১০টাকায় গ্রাহকদের দেওয়া হচ্ছে ১ কেজি চিনি, ২ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল। চিনি এক কেজি কম দেওয়ায় সরকারী বিধি মতে মুল্য হয় ৪০৫ টাকা।
ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান বলেন- আমার অনুমতি নিয়ে মাল পরিষদ গোডাউনে প্রবেশ করালেও ডিলার পক্ষ আমার বিনা অনুমতিতে মাল সরিয়ে জনগণকে দুর্ভোগ ও বিভ্রান্তিতে ফেলেছে। তবে আমি এসে জনতাকে শান্ত করে মাল ফেরত আনাতে সক্ষম হয়েছি এবং পুনরায় পণ্য বিতরণ কার্যক্রম শুরু করি। তিনি আরও বলেন এখন ৪০৫ টাকা প্যাকেজ মুল্য নেবে, ৫ টাকা করে বাড়তি নেওয়া টাকা গুলো ফেরত দিতে স্বীকারোক্তি দিছে ডিলার পক্ষ।
জনমনে প্রশ্ন ৪৫২৫ টি কার্ডে এক কেজি করে মোট ৪৫২৫ কেজি চিনি কোথায় কিভাবে কার পেটে চলে গেছে সেটাই জানার বিষয়।