রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

ওসমানীনগরে পানিবন্দিদের মাঝে মোবারকপুর ইয়াং বয়েজের ত্রাণ বিতরণ।

মোঃ জিতু আহমেদ, ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ / ১৮৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ জুলাই, ২০২২

ওসমানীনগরে পানিবন্দিদের মাঝে মোবারকপুর ইয়াং বয়েজের ত্রাণ বিতরণ।


সিলেটের ওসমানীনগরে পানিবন্দি অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। দেশ-বিদেশের একদল যুবকদের নিয়ে গঠিত আর্ত মানবতার কাজে নিয়োজিত সামাজিক সংগঠন মোবারকপুর ইয়াং বয়েজের উদ্যোগে এসব ত্রাণ বিতরণ করা হয়। শুক্রবার উপজেলার সাদিপুর ইউনিয়নের পশ্চিম মোবারকপুর,পূর্ব মোবারকপুর,দক্ষিন মোবারকপুর, জহিরপুরসহ বিভিন্ন গ্রামের বন্যাদুর্গত প্রায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- সয়াবিন তৈল,আলু, পেয়াজ, ময়দা, লবন, ডাল,লাচ্ছি।

বিতরণকালে উপস্থিত সংঘঠনের সদস্য শায়খুল ইসলাম শায়েখ,মাহবুবুর রহমান মাহবুব,জাকির আলী,রেজুয়ান আহমদ,রম্নহুল ইসলাম,আব্দুল মুকিদ,উজ্জল মিয়া,আলী আহমদ,ফৌরদাউস আহমদ,হাসান আল মানুন,আবু হাসান,শফিউল করিম,রম্নবাইদুল ইসলাম নাহিদ,নাজিম আহমদ,মিসবাউর রহমান ফাফিম,তাহমিদ আহমদ প্রমুখ।

বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসুন:-আমাদের মতো বন্যার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন। সহায়তা পাঠানো যাবে বিকাশ ও নগদের মাধ্যমে।বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৮৯১৪৭২৯২৬ (ফৌরদাউস আহমদ বিকাশ পার্সনাল) আথবা-০১৭৩৩৭১৪৩৯১ (রেজুয়ান আহমদ নগদ পার্ননাল)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর