রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন

নন্দীগ্রাম পৌরসভায় ১৪ কোটি টাকা বাজেট ঘোষনা।

মোঃ আমিনুল ইসলাম জুয়েল,নন্দিগ্রাম(বগুড়া)প্রতিনিধি। / ১৮২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

নন্দীগ্রাম পৌরসভায় ১৪ কোটি টাকা বাজেট ঘোষনা।


বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ঘোষনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০শে জুন) সকাল ১১টায় পৌরসভার হল রুলে উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন নন্দীগ্রাম পৌরসভা। পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য নতুন কোনও করারোপ ছাড়াই ১৪ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৫০০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান এ বাজেট ঘোষণা করেন।

ঘোষিত এ বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৮৩ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা। মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬৯ লাখ ১৪ হাজার টাকা এবং বাজেটে রাজস্ব উদ্বৃত্তের পরিমাণ রয়েছে ১৪ লাখ ৮২ হাজার ৫০০ টাকা। এছাড়া উন্নয়ন বাজেটে আয় ও ব্যয়ের পরিমাণ রয়েছে ১০ কোটি ২০ লাখ টাকা।

পরে পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সভাপতিত্বে বাজেট অধিবেশন সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা। বিশেষ অতিথির বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক একেএম ফজলুল হক কাশেম প্রমূখ ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সভাপতি বকুল হোসেন, কাউন্সিলর সাইফুল ইসলাম, আবু সাঈদ মিলন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফ ফারুক কামাল, নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ হিসাব রক্ষক আবু হাসান সবুজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর