নন্দীগ্রামে পুনরায় নির্বাচনে মহিদুল ইসলাম বাবু মেম্বার নির্বাচিত।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডে সমান সমান ভোট পাওয়ায় পুনরায় নির্বাচনে মহিদুল ইসলাম বাবু মেম্বার নির্বাচিত হয়েছেন। তিনি মোরগ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ২৮ ভোটের ব্যবধানে মেম্বার নির্বাচিত হন। নির্বাচনী ফলাফল- মহিদুল ইসলাম বাবু মোরগ মার্কায় পেয়েছেন ১৪৬৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুল কাদের তালা মার্কায় পেয়েছেন ১৪৩৬ ভোট। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার মো, আব্দুস সালাম।
উল্লেখ্য, গত ১৫ই জুন বুড়ইল ইউপি নির্বাচনে ৫নং ওয়ার্ডে সমান সমান ভোট পায় মেম্বার প্রার্থী মহিদুল ইসলাম বাবু ও আব্দুল কাদের। এই কারনে বুধবার (২৯শে জুন) উক্ত ওয়ার্ডে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মো, আব্দুস সালাম এর সাথে কথা বললে তিনি বলেন, গত ১৫ই জুন বুড়ইল ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫নং ওয়ার্ডে সমান সমান ভোট পাওয়ায় ২৯শে জুন পুনরায় নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচন কমিশন। উক্ত নির্বাচনে ইভিএম এ ভোট গ্রহনের মাধ্যমে প্রাপ্ত ফলাফলে মহিদুল ইসলাম বাবু মোরগ মার্কায় নির্বাচন করে ১৪৬৪ ভোট বেশি পেয়ে মেম্বার নির্বাচিত হয়েছেন। তার নিকটমত প্রতিদ্বন্দী তারা মার্কায় পেয়েছেন ১৪৩৬ ভোট।