শিরোনাম
উল্লাপাড়ায় ইয়াবাসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। দুর্গাপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট প্রশিক্ষণ। ডিমলায় বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। গাঁজায় চলম ধ্বংসষজ্ঞ ও প্রানহানীর প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ। গাঁজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ মিছিল। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল। ইহুদীদের সাথে হযরত মুহাম্মদ (স.) জামাকে তুলনা করায় মৌলভীবাজারে প্রতিবাদ। কালিয়াকৈর চাপাইর তুরাগ নদীতে বৃদ্ধের লাশ উদ্ধার। উল্লাপাড়ায় শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা অভিযোগ। উল্লাপাড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ।
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন

বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নির্মাণে প্রয়োজনীয় সামগ্রি প্রধানমন্ত্রী দিবেন : এমপি হানিফ।

মোঃ জিতু আহমেদ, ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ / ১৪৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ জুন, ২০২২

বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নির্মাণে প্রয়োজনীয় সামগ্রি প্রধানমন্ত্রী দিবেন : এমপি হানিফ।


বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, যত দিন বন্যার পানি কমবে না ততদিন বানবাসি মানুষদের খাদ্য দিবে এ সরকার। বন্যায় যাদের ঘর নষ্ঠ হয়েছে, ভেঙে গেছে তাদের ঘর পুনর্বাসন করার জন্য, পুনঃনির্মাণ করার জন্য যা যা লাগে তা করবেন আমাদের প্রধানমন্ত্রী।

আপনারা হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। সোমবার দুপুর সোয়া দুইটার দিকে ওসমানীনগরের সাদিপুর উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শনকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বানভাসিদের খোঁজ খবর নেয়ার জন্য প্রধানমন্ত্রী তাকে পাঠিয়েছেন উল্লেখ করে এলাকাবাসীকে আশ্বস্থ করে বলেন তিনি, যতদিন পর্যন্ত পানি না নামে, আপনারা বাড়িতে না ফিরেন ততদিন পর্যন্ত আপনাদের খাবার সহায়তা দেয়া হবে, যাতে কেউ খাবারের জন্য কষ্ঠ না পান। এসময় উপস্থিত আশ্রয়কেন্দ্রের মানুষের মধ্যে ১০জনকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ শাকির আহমদ শাহিন, সদস্য ডাঃ নাজরা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ-সভাপতি আবদাল মিয়া, চেয়ারম্যান গোলাম কিবরিয়া, আলাউর রহমান আলা, সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, লুৎফুর রহমান, সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেদ আহমদ মূছা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার আলী, কৃষক লীগের সাধারণ সম্পাদক লিলুউর রহমান পংকি প্রমূখ।
এদিকে মাহবুবউল আলম হানিফ উপস্থিত হওয়ার আগে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে এখন পর্যন্ত সরকারি ত্রাণ সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন সাদিপুর ইউনিয়নের বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর