রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:২১ অপরাহ্ন

বন্যায় স্বাস্থ্যসেবা হুমকির মুখে;ভ্রাম্যমান মেডিকেল টিম মাঠ পর্যায়ে।

মোঃ জিতু আহমেদ, ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ / ১৯৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২

বন্যায় স্বাস্থ্যসেবা হুমকির মুখে;ভ্রাম্যমান মেডিকেল টিম মাঠ পর্যায়ে।


সিলেটের ওসমানীনগরে বন্যার পানি ধীর গতিতে কমতে শুরু করেছে। বৃহস্পতিবার সকাল থেকে ধীরগতিতে বন্যার পানি কমতে শুরু হয়। বন্যার পানিতে উপজেলায় ২৩টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে প্রায় ২০টি ক্লিনি এখন পর্যন্ত পানির নিচে নিমজ্জিত রয়েছে। ফলে স্বাস্থ্যসেবা হুমকির মুখে পরেছে। এসময় মানবদেহে পানিবাহিত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ইউনিয়নগুলোতে ৮টি ভ্রাম্যমান মেডিকেল টিম মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।

জানা যায়,ভারী বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে সিলেট জেলার ওসমানীনগর উপজেলার প্রায় দেড় শতাধিক গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়। এতে উপজেলার আড়াই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গত ১সপ্তাহ পানিবন্দি থাকার পর বৃহস্পতিবার সকাল থেকে ধীর গতিতে পানি কমায় আশ্রয়কেন্দ্র থাকা ও পানিবন্দিরা স্বস্থির নিঃশ্বাস ফেলছেন।

কুশিয়ারা নদীর তীরবর্তী সাদিপুর এলাকায় ২ থেকে ৩ ইঞ্চি বন্যার পানি কমেছে। তাই আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতেও প্রস্থুতি নিচ্ছেন কেউ কেউ। বন্যায় অনেকের বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে, অনেকের কাঁচা বাড়ি ঘর ভেঙ্গে গেছে। আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে গিয়ে বাড়ি ঘরের খোঁজ খবরও নিচ্ছেন কেউ কেউ। বন্যায় বাড়ি ঘর ক্ষতিগ্রস্থ হওয়ায় দূর্ভোগ এখন আরো বারবে। বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ সহায়তায় সরকারের পাশিাপাশি ব্যক্তি উদ্যোগে এবং কয়েকটি সামাজিক সংগঠনসহ প্রবাসী সংগঠন এগিয়ে এসছেন। তবে দূর্গত এলাকায় ত্রাণ হায়তা পৌঁছাতে বিলম্ব হচ্ছে বলে উপজেলার সীমান্তবর্তী এলাকার বন্যা আক্রান্তরা জানছেন।

আশ্রয়কেন্দ্রে থাকা শহিদা দিলোয়ার বলেন, বন্যায় আদের সব কিছু নিয়ে গেছে। ঘরের অসবাবপত্রসহ মাঠির ঘরটি ক্ষতিগ্রস্ত রয়েছে। ঘর মেরামত করতে পারবো কি না জানি না। পানি কমছে ২/১ দিনের ভিতরে পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে যাবো।

এদিকে, বন্যায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বন্যা আক্রান্ত্মদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে ৮টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। দূর্গত এলকায় গিয়ে বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করছেন তারা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাহারম্নল ইসলাম জানান, বেশির ভাগ কমিউনিটি ক্লিনিকে পানি থাকায় বন্যা আক্রান্তদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভ্রাম্যমান ৮টি মেডিকেল টিম মাঠে কাজ করে যাচ্ছে। বন্যার পানিতে টিওয়ব ওয়েল তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট কাটিয়ে উঠতে ইতিমধ্যে বন্যাকবলিত মানুষের মধ্যে পানি বিশুদ্ধকরণ ১০ হাজার ট্যাবলেট বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর