মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই এর বিদায়;এলাকাবাসীর কান্না।
পুলিশ নিয়ে অনেকের বিরূপ ধারণা থাকলেও চট্টগ্রাম জেলার মহেশখালী থানার পুলিশ অফিসার ওসি আব্দুল হাই এর বিদায় অনুষ্ঠান সে ধারণা সম্পূর্ণ বদলে দিয়েছেন। এস আই ওসি আব্দুল হাই একজন ব্যতিক্রমধর্মী মিষ্ট ভাষী,ধর্ম প্রাণ পুলিশ অফিসার।
প্রতিনিয়ত তিনি সহকর্মী ও সাধারণ জনগণের আদর্শগত ভিন্নতা মেনে নিয়ে পরস্পরের সঙ্গে কাজ করে যাচ্ছেন জনগন ও দেশের কল্যাণে । “পুলিশ জনগণের বন্ধু” তিনি এই বাক্যটির উৎকৃষ্ট নিদর্শন।
তিনি অন্যতম একজন আদর্শ পুলিশ অফিসার যিনি মহেশখালী উপজেলার থানায় ওসি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই সততা,ন্যায় নিষ্ঠা আর মেধার দক্ষতা দিয়ে অপরাধ দমন ও মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকাকে শান্ত রাখতে আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
“পুলিশ জনতার, জনতা পুলিশের” এই স্লোগানকে বাস্তবে রূপ দিয়েছেন এই পুলিশ অফিসার ওসিআব্দুল হাই। এই অফিসার কক্সবাজার জেলার মডেল থানার বিভিন্ন এলাকার মানুষের চোখে একজন সৎ, আদর্শবান, ন্যায়নিষ্ঠ ও গরিবের বন্ধু সুলভ পুলিশ অফিসার। অধিকাংশ মানুষই তাকে গরিবের বন্ধু আর অন্যায়কারীদের জম ভাবে।
তিনি তার সততা, ন্যায়নিষ্ঠা ও তার বিচক্ষণ বুদ্ধিমত্তা এবং মেধার বিকাশে তার দায়িত্বরত এলাকার সকল মানুষের চোখে ধনী-গরিব, ভ্যান চালক হতে সব শ্রেণি পেশার মানুষ সমান।তিনি বিভিন্ন সময় বিভিন্ন বেশে মানুষের মাঝে উপস্থিত হয়ে মানুষের সুখ দুঃখের কথা শুনেছেন। তিনি শুধু একজন পুলিশ অফিসারই নন পাশাপাশি অনেক সামাজিক ও সেবামূলক কর্মকান্ডে অংশগ্রহণ ও অবদান রাখেন।
এস আই ওসি আব্দুল হাই মহেশখালী থানার পুলিশ হিসেবে যোগদানের পর থেকেই তিনি একে একে অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করতে থাকেন। ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতারে সদা তৎপর, এলাকার কোথাও জগড়া হলে দ্রুত গতিতে চলে যেতেন ঘটনাস্থলে। করোনা পরিস্থিতিতে বাজারে মাস্ক বিহীন মানুষ জনকে মাস্ক পড়িয়ে দিয়ে জনগনকে সচেতন করে তুলতে আপ্রাণ চেস্টা চালিয়ে যাচ্ছেন। মদ, জোয়া, গাজা ও সকল প্রকার অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে উনার কঠোর হুংকার। হিন্দু মুসলিম মূলে ওসি আব্দুল হাই এর নিকট কোন ভেদাভেদ নেই।
তার দায়িত্বরত এলাকার লোকজন বলেন, তিনি একজন সৎ ও অন্যায়ের কাছে আপোষহীন পুলিশ অফিসার। তিনি আমাদের বন্ধু তার অক্লান্ত পরিশ্রমে আজ আমাদের এলাকা শান্ত। তাঁর মতো একজন সৎ, ন্যায়নিষ্ঠা এবং অন্যায়ের বিরুদ্ধে বজ্রকন্ঠী আওয়াজ তোলা পুলিশ অফিসার পেয়ে আমরা সত্যিই ধন্য।
তিনি পুলিশ বাহিনাতে এসআই হিসেবে যোগদান করেন। শুরু থেকেই আধুনিকতা এবং দক্ষতার সাথে তার মেধার বিকাশ ঘটিয়ে অপরাধ নির্মূলে নিরলশ কাজ করতে থাকেন। তিনি সততা, নিষ্ঠা এবং দক্ষতা দিয়ে অপরাধ দমন করার চেষ্টা করে যাচ্ছেন ও সফলতাও এনেছেন। একজন সৎ পুলিশ অফিসার হিসেবে তার সুনাম রয়েছে। বিপদে পড়া অসহায় মানুষদের নিজের পকেট থেকে তিনি আর্থিক সহযোগীতা করতেও দিধাবোধ করেন না ।
মহেশখালী থানার পুলিশ এসআই ওসি আব্দুল হাই এ বলেন, সরকারের নির্দেশ তথা মহেশখালী থানার ওসি সরকারের দিক নির্দেশনায় সততা আর নিষ্টার সহিত সরকারি দায়িত্ব পালন চেষ্টা করছি। অসহায় মানুষদের সেবা আর দান করা আমার মানবিক