রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন

নদীতে গোসলে নেমে পানিতে ডুবে নিখোঁজের ১ দিন পর শিশুর মরদেহ উদ্ধার।

মোঃ ফজলে রাব্বী,নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধি। / ১৮৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

নদীতে গোসলে নেমে পানিতে ডুবে নিখোঁজের ১ দিন পর শিশুর মরদেহ উদ্ধার।


নাটোরের নলডাঙ্গায় বারনই নদীতে গোসলে নেমে নিখোঁজের ১ দিন পর শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার দুপুর আড়াই দিকে উপজেলার পশ্চিম সোনাপাতিল কাউন্সিলর শরিফুল ইসলাম পিয়াসের বাড়ির সামনে থেকে নিখোঁজ শিশুর মৃতদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।গত বুধবার দুপুরে উপজেলার পশ্চিম সোনাপাতিল এলাকায় শিশুটি তার দাদার সাথে গোসলে নেমে নিখোঁজ হয়।

খবর পেয়ে বিকাল শিশুটিকে উদ্ধারে নামে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল। বুধবার সন্ধ্যা পযন্ত উদ্ধার চেষ্টা চালিয়েও শিশুটির সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান বন্ধ করে।

নিখোঁজ শিশুর নাম ইয়াচিন আরাফাত (৭),উপজেলার পশ্চিম সোনাপাতিল গ্রামের জহুরুল ইসলামের ছেলে ও ব্রহ্মপুর পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

এলাকাবাসী ও নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান,বৃস্পতিবার দুপুর আড়াই টার পর উপজেলার পশ্চিম সোনাপাতিল গ্রামের কাউন্সিলর শরিফুল ইসলাম পিয়াসের বাড়ির সামনের ঘাট থেকে শিশুর মৃতদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

উল্লেখ্য, বুধবার দুপুরে উপজেলার পশ্চিম সোনাপাতিল গ্রামের জহুরুলের ছেলে ইয়াচিন আরাফাত তার দাদা জলিলের সাথে বাড়ির পাশে বারনই নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়।পরে অনেক খোজাঁখুজি করে না পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরীদের খবর দেয়।খবর পেযে বুধবার বিকাল ৪ টার দিকে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ডুবুরী দল এসে উদ্ধার কাজ শুরু করে।

বুধবার সন্ধ্যা পযর্ন্ত উদ্ধার চেষ্টা চালিয়েও শিশুটির সন্ধান পাওয়া না যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ করে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর