শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরন
প্রাকৃতিক ভারসাম্য ও ব্যবস্থা ঠিক রাখতে গাছের কোন বিকল্প নেই। তাই নিয়মিত প্রকৃতি সংরক্ষণে নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছে,নাটোর জেলার শিক্ষার্থীরা।
মঙ্গলবার ২১ জুন নাটোরের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন অনুপ্রেরণার উদ্যোগে নলডাঙ্গা উপজেলার বিভিন্ন হাট-বাজার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কৃঞ্চচূড়া গাছের চারা রোপণের মধ্য দিয়ে শুরু হওয়া এই কার্যক্রমে শিক্ষার্থীসহ সকল স্তরের মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় দুই শতাধিক গাছের চারা।
উপস্থিত সকল শিক্ষার্থীরা জানান,গাছ ও বন্যপ্রাণী প্রকৃতির বন্ধু। তাই সকলে মিলে পৃথিবীর ভারসাম্য রক্ষায় ব্যাপক হারে বৃক্ষরোপণে ও বন্য প্রাণী পশুপাখি সংরক্ষণে কাজ করার বিকল্প নেই।