নিজামতকুড়ি উত্তরপাড়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নিজামতকুড়ি উত্তরপাড়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতির খোরশেদ আলীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এই ঘটনায় গত সোমবার (২০শে জানুয়ারী) সমিতির অধিকাংশ সদস্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, সমিতির সভাপতি সদস্যদের কোন কিছু না জানিয়ে পুকুর ডাকা, মিটিং রেজুলেশন নির্বাচন, সকল কার্যক্রম একাই পরিচালনা করছে। সমিতির কোন সদস্যদের সাথে সম্পর্ক রাখার প্রয়োজনীয়তা মনে করছে না। সমিতির সকল আয় ব্যয় একাই ভোগ দখল করছে। এসব ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ সভাপতি যদি কোন পুকুর টেন্ডারে অংশগ্রহণ করে থাকে তাহলে তা বাতিলের জন্য দাবীও জানানো হয়।
অভিযোগের বিষয়ে বাদী সমিতির সাধারন সম্পাদক মোবারক আলী ও সদস্য ইসমাইল হোসেন বলেন, সমিতির সভাপতি খোরশেদ আলী দীর্ঘ ৬ বছর যাবত সমিতির আয় ব্যয় সহ কোন কার্যক্রমে আমাদের সম্পৃক্ত করেনি। সমিতির বিষয়ে সভাপতির সাথে কথা বলতে গেলে সব সময় তাল বাহানা করত। তাই বাধ্য হয়ে সমিতির সাধারন সম্পাদক সহ ২১ সদস্য বিশিষ্ট সমিতির আমরা ১৩ জন সদস্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযোগের বিষয়ে জানতে সমিতির সভাপতি খোরশেদ আলীর মোবাইলে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
উক্ত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত এর সঙ্গে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।