বন্যা কবলিত মানুষের পাশে ছাতক থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান।
বন্যা কবলিত মানুষের পাশে ছাতক থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান। (২২জুন) বুধবার ছাতক থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান,সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত ছাতকে বন্যা কবলিত অসহায় মানুষদের পাশে থেকে সহযোগিতা করেন।
এসময় তিনি ছাতক থানাধীন কালারুকা ইউনিয়নের যাওয়ারখাড়া(হাসনাবাদ বাজার সংলগ্ন) নামক স্থানে ছাতক টু গোবিন্দগঞ্জ মহাসড়কে বন্যার কারণে ভেঙ্গে যাওয়া রাস্তায় আটকে পড়া ট্রাক উত্তোলনে নিজেই সহযোগিতা করেন এবং মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
অসহায় দুস্থ মহিলা, শিশু, বয়স্ক নারী-পুরুষ লোকদের ভেঙে যাওয়া রাস্তায় পানি পারাপারের সহযোগিতা করেন, বাহির থেকে ত্রাণ সামগ্রী নিয়ে আগত বিভিন্ন সংস্থাকে ত্রাণ সরবরাহে(পারাপারে) সহযোগিতা করেন।বন্যা দুর্গত ও অসহায় মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।
এসময় তিনি বিভিন্ন এলাকা থেকে ত্রাণ নিয়ে আসা লোকদের কাছ থেকে,সিএনজি ও নৌকায় অতিরিক্ত ভাড়া আদায় নিয়ন্ত্রণসহ, ছাতক বাজারে বেশি দামে দ্রব্য মূল্য বিক্রয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন।
ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান আরও জানান ছাতক থানা পুলিশ সর্বদায় ছাতকের মানুষের সেবায় নিয়োজিত। ছাতক বাসির সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।