বেলকুচিতে সন্ত্রাসী হামলার বিচার ও বহিস্কারের দাবিতে কলম বিরতি
সিরাজগঞ্জের বেলকুচিতে ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া ও ইউপি সদস্য আব্দুল কাদেরের ওপর হামলার প্রতিবাদে সন্ত্রাসী হামলার বিচার ও বহিস্কারের দাবিতে উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি পালন করছেন।
রবিবার সকাল থেকে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় কলম বিরতি পালন করা হয়। গত বৃহস্পতিবার বিকালে স্থানীয় জনপ্রতিনিধি ফোরামের আয়োজনে হামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলনে সকল জনপ্রতিনিধি সদস্য একত্রিত হয়ে রবিবার থেকে কলম বিরতির ঘোষণা দেন।
এ বিষয়ে রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধি ফোরামের সাধারণ সম্পাদক সোনিয়া সবুর আকন্দ বলেন, ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া ও ইউপি সদস্য আব্দুল কাদেরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। হামলাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি বলবৎ থাকবে।
উল্ল্যেখ, রবিবার (৫ ই জুন) বিকালে উপজেলার রজনীকান্ত সেন রাস্তার মাজেম মিয়ার গড়ানে বেলকুচি পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদ এর নেতৃত্বে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহরুল ইসলাম ভূঁইয়া ও ইউপি সদস্যকে আব্দুল কাদেরকে হত্যা উদ্দেশ্যে সন্ত্রাসীরা হামলা চালায়। এ ঘটনায় গত রোববার রাতে পৌর ছাত্রলীগের সভাপতি আক্তার হামিদসহ তার সহযোগী ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।