রামপালে জাল টাকা সহ মিরাজকে আটক করেছে ইউপি চেয়ারম্যান।
বাগেরহাটের রামপালে মিরাজ (৪০) নামে এক ব্যক্তিকে জাল টাকা সহ আটক করেছে বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির।
সে উপজেলার বাইনতলা ইউনিয়নের দূর্গাপুর গ্রামের আফজালের পুত্র।
১১ জুন শনিবার রাত ৮.৩০ টায় উপজেলার চাকশ্রী বাজার এলাকা থেকে বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাইনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ ফকির তাঁকে জাল টাকা সহ হাতেনাতে আটক করে।
ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির সাংবাদিকদের জানান যে, সন্ধার পর পর কোন এক ব্যক্তি জাল টাকা বিনিময় করার জন্য বাজারে আসবে বলে তিনি গোপন ভাবে জানতে পারেন। সে গোপন তথ্য অনুযায়ী তিনি সন্ধ্যার পরে চাকশ্রী বাজারে অবস্থান করেন।
তথ্য অনুযায়ী মিরাজ রাত ৮.০০ টার দিকে বাজারে আসেন এবং জাল টাকাগুলো বিনিময়ের চেষ্টা করেন। সে সময় ইউপি চেয়ারম্যান তাঁকে হাতেনাতে আটক করে এবং মিরাজের কাছ থেকে ৩০ খানা ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
জানা গেছে যে, তাঁকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামপাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।