উল্লাপাড়ায় সুষ্ঠু নির্বাচনের লক্ষে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ মহড়া।
উল্লাপাড়া প্রতিনিধিঃ নির্বাচন সুষ্ঠু, সহিংসতা রোধ এবং সাধারণ ভোটার যেন নির্ভয়ে তাদের ভোট প্রয়োগ করতে পারে সেই লক্ষে শুক্রবার বিকেলে উল্লাপাড়া উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথ মহড়া করেছে। আগামী ১৫ জুন উপজেলার বড়হর ইউনিয়নে (ইভিএমএ) নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে যেন কোন পক্ষ আইনশৃঙ্খলা ভঙ্গ, ভোটের পরিবেশ নষ্ট না করতে পারে এবং সাধারণ ভোটার যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এজন্য প্রশাসন ও পুলিশ নির্বাচনী এলাকায় এ মহড়া দেন। একই সঙ্গে বড়হর ইউনিয়নের নির্বাচনী এলাকায় এ ব্যাপারে মাইকিং করা হচ্ছে।
এই যৌথ মহড়ায় উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন, মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, পরিদর্শক (তদন্ত) এনামুল হক ও মডেল থানায় কর্মরত পুলিশ সদস্যরা।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান, আগামী ১৫ জুন বড়হর ইউনিয়নে ভোট সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রার্থীরা যেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করতে পারে এজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং স্ট্রাইকিং ফোর্স কাজ করছে। জনসাধারণ যেন নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এজন্য প্রশাসন নির্বাচনী এলাকায় সবসময় কাজ করে যাচ্ছে।