রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটুক্তির প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন।

মোঃ নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ / ২৫২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটুক্তির প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন।


মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুরে উলামা পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১০’জুন বিকাল ৩টা ৩০মিনিটে মাধবপুর উপজেলা উলামা পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের গেইট সামনে থেকে বর হয় ঢাকা সিলেট মহাসড়কের প্রদক্ষিণ করে সোনাই নদীর ব্রিজ হইতে উপজেলা পরিষদ গেইট গিয়ে শেষ হয়।

উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ওয়াজেদ আলী পরিচালনায় বিক্ষোভ ও সমাবেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা উলামা পরিষদের তথ্য ও যোগাযোগ সম্পাদক হাফেজ মোবারক মোল্লা, মাওলানা এহতেশামুল হক, মাওলানা হাসিবুল হাসান, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা হুমায়ুন কবির, মাওলানা ক্কারী নুর উদ্দিন, মাওলানা ইসমাইল,সহ প্রমূখ।

এছাড়া সমাবেশে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহন করেন।
বিক্ষোভ ও সমাবেশে বক্তারা বিজেপি নেতা নুপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালের কটূক্তির তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং তাদের দৃষ্টান্ত মূলক শাস্তিসহ ভারত সরকারকে ক্ষমা প্রার্থনার দাবি জানান।

এছাড়াও বাংলাদেশ সরকার অবিলম্বে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জ্ঞাপন দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনসহ ভারতীয় পণ্য বর্জন করবে এ দেশের জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর