লাইসেন্স ছাড়া রাইস মিল চালানোর অপরাধে মিল মালিকের জরিমানা।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লাইসেন্স ছাড়া রাইস মিল চালানোর অপরাধে মিল মালিক আলিমুদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৫ জুন রোববার বিকেলে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জল হোসেন এর ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ সাজা প্রদান করেন। আলিমুদ্দিন উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বনবাড়িয়া গ্রামের ভাই ভাই সেমি রাইস মিলসের মালিক।
এসময় উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, উপজেলা খাদ্য কর্মকতার্ শফিকুল ইসলাম তালুকদার,সহকারী কমিশনার (ভূমি) উল্লাপাড়া কাযার্লয়ের অফিস প্রধান শফিউল আজম ও মডেল থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জল হোসেন জানান,দীর্ঘদিন যাবৎ কোনরকম লাইসেন্স ছাড়াই আলিমুদ্দিন রাইস মিল চালিয়ে আসছিলেন এমন অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত তার রাইচ মিলে অভিযান পরিচালনা করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় মিল মালিক আলিমুদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।