রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন

দেওয়ানগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানাসহ সিলগালা।

মোঃ ফরিদুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর)প্রতিনিধিঃ / ৩৪২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

দেওয়ানগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানাসহ সিলগালা।


বৃহস্পতিবার ২ জুন, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ারচর বাজার ও সানন্দবাড়ী বাজারে অভিযান চালিয়ে ৩টি ডায়াগনস্টিক সেন্টার জরিমানা এবং সিলগালা করা হয়। আরও একটি ডায়াগনস্টিক সেন্টারে শুধু জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার গুলো বন্ধের অভিযান চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় কাউনিয়ারচর বাজারে জিহাদ ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করেন। সানন্দবাড়ী বাজারে এশিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা ও সিলগালা, হযরত শাহপরান (রঃ) ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা ও সিলগালা, মোল্লা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সহযোগিতা করেন মোঃ মিজানুর রহমান সেনেটারী ইন্সপেক্টর দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা সার্ভেয়ার আঃ রাজ্জাক, ডাংধরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ সোলায়মান আলী ও দেওয়ানগঞ্জ থানা পুলিশ টিম।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত বলেন- অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টারগুলো দেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংসের মুখে ফেলেছে, এসব বন্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর