সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা রহিমের মৃত্যু।

মোঃ সোহেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ / ১৭৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা রহিমের মৃত্যু।


লক্ষ্মীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (০১ জুন) সন্ধ্যায় লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কের কাচারি বাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম হলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র ঢাকা মহানগর বিএনপি’র কেন্দ্রীয় সদস্য
লক্ষ্মীপুর সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নতুন বেড়ির মাথার এলাকার নূর আলমের ছেলে ও ৫ সন্তানের জনক। পেশায় তিনি ব্যবসায়ী।

 

পুলিশ ও স্বজনরা জানায়, নিজ বাড়ী চররুহিতা ৫নং ওয়ার্ডের কাঞ্চনী বাজার থেকে মোটর সাইকেল যোগে আব্দুর রহিম লক্ষ্মীপুর চক বাজারে যাচ্ছিলেন, প্রতিমধ্যেই কাচারি বাড়ী এলাকায় পৌঁছলে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-(ট) ১৯-৬৮১৩) তাকে চাপা দেয়। এতে তার কোমরের থেকে নিচের অংশ থেঁতলে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুউদ্দিন সাবুর ও জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন বিষয়টি শুনে দুঃখজনক আল্লাহ পাক রহিম ভাইকে বেহেস্তে নসিব করুন আমিন লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাশার বলেন, ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

পালিয়ে যাওয়ায় ট্রাকটি ড্রাইভার ও তার সহকারীকে আটক করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর