মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন

সিলেটে ভিপি নুরের সমর্থকদের ছাত্রলীগের ধাওয়া।

মোঃ মিজানুর রহমান লাভলু,কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃ / ১৫৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ জুন, ২০২২

সিলেটে ভিপি নুরের সমর্থকদের ছাত্রলীগের ধাওয়া।


সিলেটে ভিপি নুরের সমর্থকদের ছাত্রলীগের ধাওয়া প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় সিলেটে সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের সমর্থকদের ধাওয়া করেছে ছাত্রলীগ। সিলেটের কানাইঘাটে গণ অধিকার পরিষদের এক পথসভায় বুধবার (১ জুন) বিকেল সাড়ে ৩ টার দিকে এই ঘটনা ঘটে।

কয়েকদিন থেকে কানাইঘাটে ত্রাণ বিতরণ করছিলেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। কোনো ধরণের ঘোষণা ছাড়া আজ বিকাল সাড়ে ৩টার দিকে কানাইঘাট পৌর এলাকায় একটি মিছিল বের করে। মিছিল টি কানাইঘাট পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কানাইঘাট উত্তর বাজারের আন-নূর টাওয়ারের সামনে এসে থামে। পরে সেখানে এক পথসভা শুরু করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।

পথসভা শেষ হওয়ার আগেই স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা নুরুল হক নূর’র দলের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে পাশের একটি বিল্ডিংয়ের পার্কিংয়ে ঢুকিয়ে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে এবং পরিস্থিতি শান্ত করে।

এবিষয়ে, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম বলেন, নুরুল হক নূর’র দলের নেতাকর্মীরা প্রশাসনকে কোন ধরণের অবহিত না করেই মিছিল সমাবেশ করছিল। সভায় প্রধানমন্ত্রী জড়িয়ে কটুক্তিমুলক বক্তব্য দেয়ার ফলে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের পরিচয় জানতে চাইলে কথা কাটাকাটি হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের দাওয়া করে। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর