বাঘায় জরিমানাসহ ৭টি ক্লিনিক ও ডায়াগেষ্টিকস সেন্টার বন্ধ।
রাজশাহীর বাঘায় সাতটি ক্লিনিক ও ডায়াগেষ্টিকস সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। আর একটিতে জরিমানা করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশমতে সোমবার (৩০ মে) ও রোববার (২৯ মে) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
বন্ধকৃত সাতটি ক্লিনিক ও ডায়াগেষ্টিকস সেন্টারগুলো হলো- উপজেলার বিনোদপুর বাজারের উপশম মেডিকেল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার,উপজেলা সদর এলাকার মাহমুদ ক্লিনিক ও ডায়াগেষ্টিক সেন্টার,বাঘা ক্লিনিক,আড়ানী পৌর এলাকার মুঞ্জু ডিজিটাল ডায়াগেষ্টিক সেন্টার, নাদিরা ও আইডিয়াল ডায়াগসষ্টিক সেন্টার।
রাজশাহী জেলা কার্যলয়ের সহকারি পরিচালক মাসুদ আলী বলেন, মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে ডায়াগনস্টিক পরিচালনা করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯/৫২ ধারায় উপজেলার সেবা ডায়াগনস্টিক সেন্টার’কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩০ মে) উপজলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হান্নানকে নিয়ে এ অভিযান চালান। অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আসাদুজ্জামান জানান, উপজেলায় ২৫টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এদের বেশির ভাগেরই লাইসেন্সের মেয়াদ নেই। পরিদর্শন করে লাইসেন্স নবায়ন করে দেওয়া সম্ভব হয়নি। যারা লাইসেন্স নবায়নের জন্য আবেদন করে রেখেছেন তাদের বিরুদ্ধে আপাতত ব্যবস্থা নেওয়া হবে না। আর যাদের লাইসেন্স নেই কিংবা অনেক আগে মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, যেসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্সের জন্য আবেদন করেনি, সেগুলো অবৈধ।