মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন

হ‌বিগ‌ঞ্জের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রের ট্রান্সফরমা আগুনে পুড়ে ছাই।

রিপোটারের / ১৪৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২

হ‌বিগ‌ঞ্জের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রের ট্রান্সফরমা আগুনে পুড়ে ছাই।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার ৩৩০ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রটি জেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে উৎপাদনে যায় কেন্দ্রটি। এখান থেকে প্রতিদিন ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়।
রবিবার ২৯ মে ২০২২ইং, সকাল ১০টার সময় হঠাৎ কেন্দ্রের একটি ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত। এ সময় আশপাশে থাকা শিল্পকারখানাগুলোয় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শিমুল মোঃ রফি জানান, খবর পেয়ে হবিগঞ্জের শায়েস্তগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের ব্রিগেডের তিনটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে থাকেন। ২ ঘণ্টা চেষ্টার পর দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে কেন্দ্রের দুটি ট্রান্সফরমার জ্বলে যায়।
হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রটির নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ৩৩০ কম্বাইন্ড সাইকেল বিদুৎকেন্দ্রে আগুনে ছোট–বড় দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন যে শর্টসার্কিট থেকে লাগা আগুনে দুটি ট্রান্সফরমার জ্বলে গেছে। দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ এই মুহূর্তে তাঁরা নির্ণয় করতে পারেননি। তবে ঢাকা থেকে এ বিষয়ে বিশেষজ্ঞরা আসার পর বিষয়গুলো বোঝা যাবে।
তিনি আরও বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে নিয়ন্ত্রনে নিয়ে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর