ছাত্রছাত্রীদের বায়োফর্টিফাইড ফসল শীর্ষক সচেতনতা বৃদ্ধি করণ
শনিবার ২৮ মে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর বহুমুখী উচ্চবিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মাঝে বায়োফর্টিফাইড ফসল শীর্ষক সচেতনতা বৃদ্ধি করণ সভা অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কারিগরি সহযোগীতায়, হারভেস্ট প্লাস এর বাস্তবায়নে জিংক সমৃদ্ধ ফসল নিয়ে সচেতনতা বৃদ্ধি করণ সভায় বক্তব্য রাখেন প্রজেক্ট অফিসার পলাশ চন্দ্র গোসামী, কমিউনিটি সম্প্রসারণ সুপারভাইজার মোঃ শহিদুর রহমান, ডাংধরা ইউনিয়ন কমিউনিটি সম্প্রসারণ ফ্যাসিলিটেটর মোছাঃ হাসিনা খাতুন, পাররামরামপুর ইউনিয়ন কমিউনিটি সম্প্রসারণ ফ্যাসিলিটেটর মোঃ হাফিজুর রহমান প্রমুখ।
আলোচনায় কিশোর কিশোরীদের শারিরীক বৃদ্ধি ও পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়া, জিংক সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন। বোরো মৌসুমের জন্য ব্রি ধান ৭৪, ব্রি ধান ৮৪, ব্রি ধান ১০০। আমন মৌসুমের জন্য ব্রি ধান ৬২, ব্রি ধান ৭২, বিনা ধান ২০। এছাড়াও বারি গম ৩৩, বারি মসুর ৬, বারি মসুর ৮ সম্পর্কে আলোচনা করা হয়।