শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন

কলাপাড়ায় সম্মিলিত নাগরিক অধিকার জোট’র ঈদ পুনর্মিলনী ও জৈষ্ঠ্য উৎসব।

সৈয়দ মোঃ রাসেল, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ / ১৯৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

কলাপাড়ায় সম্মিলিত নাগরিক অধিকার জোট’র ঈদ পুনর্মিলনী ও জৈষ্ঠ্য উৎসব


পটুয়াখালীতে কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের ঈদ পুনর্মিলনী ও জৈষ্ঠ্য উৎসব উদযাপিত হয়েছে। বুধবার রাত নয়টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ উৎসব অনুষ্ঠিত হয়।

কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের সভাপতি জনাব সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপলেজলা সহকারী কমিশনার (ভূমি) আবুবক্কর সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া থানার ওসি মো. জসিম ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লা রানা,সম্মিলিত নাগরিক অধিকার জোটের সাধারন সম্পাদক গৌতম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ রাসেল। ওই সময় বক্তারা বলেন, প্রকৃতি ক্ষতিগ্রস্ত হলে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর নেমে আসে বিপর্যয়। প্রকৃতি নদ-নদী ও বন সম্পর্কে সঠিক জ্ঞানের অভাবে আমরা প্রতিনিয়ত এগুলো ধ্বংস করেই চলেছি। দিন দিন নদীগুলো দখল করে ভরাট করে ফেলে মেরে ফেলা হচ্ছে নদী মাতৃক দেশের ছোট ছোট নদীগুলো। বাদ যাচ্ছে না বড় নদীও! যার ফলে বনগুলো উজাড় হচ্ছে প্রতিনিয়ত। ফলে হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য।

আশাকরি কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোট কলাপাড়া উপজেলার প্রকৃতি ও পরিবেশ দূষণমুক্ত রাখতে অগ্রণী ভূমিকা পালন করবে। অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত নাগরিক অধিকার জোটের সহ-সভাপতি সাইফুজ্জামান টুটুল ও যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. বি এইচ সুমন তালুকদার। এসময় জয় বাংলা সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মাঝে বেশ কয়েক পদের জৈষ্ঠ্য ফল বিতরন করা হয়। এসময় কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের সকল সদস্য,গনমান্য ব্যাক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এ বছরের গত ২৬ মার্চ কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার নামের এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য সুরক্ষা, মানবাধিকার, সাংবিধানিক আইনের বাস্তবায়ন ও দুর্নীতি প্রতিরোধে কাজ করে আসছে। ইতিমধ্যে উপজেলার অবৈধভাবে দখলকৃত সকল খাল মুক্ত করতে সংগঠনটি মানববন্ধনসহ নানা কমর্সূচি পালন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর