মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত-৫,এলাকায় বইছে শোকের মাতাম।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ১৫১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

উল্লাপাড়ায় ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত-৫,এলাকায় বইছে শোকের মাতাম।

সিরাজগঞ্জের উল্লপাড়ায় পাথর বোঝাই ট্রাক-লেগুনা সংঘর্ষে ৫ জন ধান কাটা শ্রমিক নিহত হয়েছে। এঘটনায় গুরুত্বর আহত হয়েছে  আরো ৬ জন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিকেলে নিহতদের বাগাতিপাড়া গ্রামের বাড়ি বইছে শোকের মাতাম।

বৃহস্পতিবার ২৬ মে সকালে উপজেলার ঢাকা-বনপাড়া মহাসড়কের রামারচর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় নিহত ও আহত সবাই ধান কাটা শ্রমিক। তারা ধান কাটা শেষে টাঙ্গাইল থেকে বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনায় কবলিত হয়।
এ দুর্ঘটনায় নিহতরা হলেন- নাটোর জেলার বাগাতিপাড়া থানার ছোটপাকা গ্রামের আবুল হোসেনের ছেলে মনির হোসেন(৩৪),আব্দুল মজিদের ছেলে মকুল হোসেন (৩৫), একই এলাকার  বাসাবাড়িয়া গ্রামের ইজাল হকের ছেলে আব্দুল হালিম(৩৬) জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৩৫), ও গুরুদাসপুরের জুমাইগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হায়দার আলী (৪২)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার ভোররাতের দিকে হাটিকুমরুল গোলচত্বর থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা নাটোরের দিকে যাচ্ছিল। ঢাকা-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থাবার রামারচর গোজা পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত ও ৬ জন আহত হয়। আহতদের সিরাজগঞ্জ সদর ও রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরে আহতদের মধ্যে আরও একজন মারা যান। দুর্ঘটনা কবলিত লেগুনা ও ট্রাক হাটিকুমরুল হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতদের লাশ নাটোরের বাগাতিপাড়া স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর