রাজবাড়ীতে সড়ক দূর্ঘনায় বাঘার পরিমল নিহত।
রাজবাড়ী জেলায় সড়ক দূর্ঘনায় নিহত হয়েছেন রাজশাহীর বাঘা উপজেলার পরিমল কুমার ঘোষ (৩৫) নামের এক ব্যক্তি। রোববার (২২ মে) দুপুরে তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর । রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র ট্রাফ নার্স মামুন হোসেন বিষয়টি নিশ্চিত করেন ।
হাসপাতাল সূত্রে জানা যায় অজ্ঞাত পরিচয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়। রিকসা থেকে পড়ে গুরুত্বর আহত হন তিনি। অজ্ঞাত পরিচয়ে দুপুর পৌণে একটায় হাসপাতালে নেওয়া পরে চিকিৎসাধীন অবস্থায় সোয়া এক টায় মারা যায়। মৃত্যু আগে তাঁর দেওয়া নাম ঠিকানা অনুযায়ী কয়েকজনের ভিজিটিং কার্ড মধ্যে থেকে একজনের মুঠোফোনে যোগাযোগ করে তার পরিচয় জানা গেছে।
পরিমল কুমার ঘোষ বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের নুরনগর খয়েরমিল গ্রামের মৃত যুগোল ঘোষের ছেলে।
পরিবারের পক্ষে জানা গেছে, পরিমল কুমার ঘোষ সোমবার (১৭ মে) সকাল ৮টার দিকে কমিউটার ট্রেনে রাজশাহীতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে আসেন। পরে রাজশাহীতে থাকবে বলেও মুঠোফোনে বাড়িতে জানান তিনি। তবে কি কারণে ফরিদপুরের রাজবাড়ীতে গিয়েছিল,কিভাবে দূর্ঘটনা স্বীকার হলেন পরিবারের পক্ষ থেকে কিছুই জানাতে পারেনি। তবে এক মাধ্যমে জানতে পেরেছেন পরিমল রোববার দুপুরে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। তার মরদেহ রাজবাড়ী হাসপাতালে পড়ে আছে।
পরিমলে ভাই তাপস কুমার ঘোষ বলেন, বাবা-মা মৃত্যুর কয়েক বছর পর মেজো ভাইও মারা গেছেন। বিয়ের কিছুদিন পরে সংসারের অভাব অনটনে কারণে স্ত্রী থেকে আলাদা হয়ে যান ছোট ভাই পরিমল। বিয়ে করলেও কোন সন্তান নেই তার। পরে আমার পরিবারের সাথে থাকেন। আমার সংসারে তেমন কোন আয় নেই। গ্রাম থেকে রাজশাহী শহরে ঘি বিক্রি করে সংসার চালায়। দিন এনে দিন খায় । ভাইয়ের মৃত্যুর বিষয়ে স্থানীয় সাংবাদিক আমানুল হক আমানের জানতে পেরে হাউ মাউ করে কেঁদে উঠেন তিনি। তবে অর্থের অভাবে সেখান থেকে নিজ বাড়িতে লাশ আনা নিয়ে সুচিন্তায় আছি জানান তিনি ।
রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র ট্রাফ নার্স মামুন হোসেন বলেন,তাঁর কাছে থাকা কয়েকজনের ভিজিটিং কার্ড মাধ্যমে যোগাযোগ করে লাশের বাড়িতে খবর দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে লাশ গ্রহণ না করলে আঞ্জুমান সংগঠনের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রীয়াস বলেন, অস্বাভাবিক মৃত্যু বিষয়টি সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয়েছে।