চাঁদাবাজি মামলায় জামিনে মুক্ত সত্যনিষ্ঠ সাংবাদিক আজিজুল হক
টাঙ্গাইলের নাগরপুরে বহুল আলোচিত চক্রান্তমূলক মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন চাঁদাবাজি মামলায় জামিনে মুক্তি পেয়েছেন সত্যনিষ্ঠ ও সাহসী সাংবাদিক আজিজুল হক বাবু।
সোমবার (২৩ মে) সকালে টাঙ্গাইল জেলা কারাগার থেকে মুক্তি পায় নাগরপুর উপজেলা তথা টাঙ্গাইল জেলার জনপ্রিয় এই সাংবাদিক নেতা।
জামিনে মুক্ত হয়ে সার্বিক বিষয়ে ‘দৈনিক আমার সংবাদ’ ও ‘দৈনিক যুগধারা’ পত্রিকার সাংবাদিক মো: আজিজুল হক বাবু বলেন, আমি সত্য প্রকাশ করতে গিয়ে আজ প্রভাবশালীদের রোষানলে পড়ে কারাগারে যেতে হয়েছে। আমি দীর্ঘ সময় যাবৎ সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে সাংবাদিকতায় জড়িত অভিযুক্ত সরকারি স্কুলের শিক্ষক রামকৃষ্ণ সাহা রামার বিরুদ্ধে সুষ্ঠ তদন্তের দাবী জানিয়ে আসছি। কিন্তু উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: ফরহাদ আলী তদন্তের দায়িত্ব নিয়ে সেটা বানচালের পক্ষ নেয়। আমি তদন্ত বানচালের সেই প্রতিবেদন পত্রিকায় প্রকাশ করার পর থেকে তারা ষড়যন্ত্র করতে থাকে। পুরো নাগরপুর উপজেলাবাসী এই প্রতিষ্ঠিত সত্য জানে যে, আমার নামে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে।
বিভিন্ন প্রসঙ্গ টেনে বীর মুক্তিযোদ্ধার সন্তান অকুতোভয় এই সাংবাদিক নেতা আরো জানায়, আমাকে ভয়ভীতি দেখিয়ে দাবায়ে রাখা যাবে না। প্রথমেই আমরা যারা প্রকৃত সাংবাদিক আছি নাগরপুরে সুষ্ঠ ধারার সাংবাদিকতা প্রতিষ্ঠা করতে হবে। নাগরপুরে অশিক্ষিত আর হলুদ সাংবাদিকদের দৌরাত্ম্যে প্রকৃত সাংবাদিকেরা বিভ্রান্ত। এছাড়াও ধর্ষণ মামলার আসামী ও প্রতিষ্ঠিত চাঁদাবাজ কিছু ভুয়া সাংবাদিক আজ নাগরপুরে বিভিন্ন সাংবাদিক সংগঠনের বড় বড় পদে রয়েছে তাদের নির্মূল করতে হবে।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল তারিখে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: ফরহাদ আলী এক লিখিত বানোয়াট অভিযোগ দায়ের করার পরিপ্রেক্ষিতে, উক্ত দিনেই নাগরপুর থানা পুলিশ সাংবাদিক আজিজুল হক বাবু কে আটক করে এবং থানা হাজতে রেখে পরের দিন ২২ এপ্রিল আদালতে প্রেরণ করে। (নাগরপুর থানা মামলা নং ১২/৫৬) ; এছাড়াও ভিত্তিহীন চাঁদাবাজি মামলায় সাংবাদিক আজিজুল হক বাবু কে আটকের প্রতিবাদে ও তার মুক্তির দাবীতে নাগরপুরের বীর মুক্তিযোদ্ধারা ও বিভিন্ন সাংবাদিক মহল মানববন্ধন সহ প্রতিবাদ সমাবেশ করেছে।