মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় গৃহবধূর আত্মহত্যা । 

উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ / ২৩৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ মে, ২০২২

উল্লাপাড়ায় গৃহবধূর আত্মহত্যা । 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাহফুজা খাতুন (৪৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ মে) দুপুরের সময় উপজেলার মোহনপুর ইউনিয়নের দহকুলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাহফুজা খাতুন দহকুলা গ্রামের ফজর আলীর স্ত্রী ও একই এলাকার সাতবিলা গ্রামের সুলতান মন্ডলের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায় নিহতের স্বামী ফজর আলীর জুয়া খেলার নিয়ে পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ হতো। তাদের ঘরে ২ টি ছেলে ও ২ টি মেয়ে সন্তান রয়েছে। তারা বড় হয়েছে,মানুষ সমাজে চলাফেরা করতে গিয়ে বাবার সম্পর্কে নানা ধরনের কুৎসিত কথা শুনে লজ্জায় মায়ের সাথে কথা কাটাকাটি করতো।এ নিয়ে পরিবারের মধ্যে অশান্তি লেগেই থাকতো।খেলাধূলাকে কেন্দ্র করে রবিবার রাতে পরিবারের মধ্যে কলহের সৃষ্টি হয়। রাতে সবাই ঘুমিয়ে পড়লে কলহর জেরে মনের রাগে মাহফুজা সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। ঝুলন্ত লাশ দেখে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করে উঠে। তাদের চিৎকারে প্রতিবেশিরা আগাইয়া এসে মাহফুজার ঝুলন্ত লাশ দেখে উল্লাপাড়া মডেল থানায় সংবাদ দেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করে জানান স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর