শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:০২ অপরাহ্ন

আপনিই বাঁচতে পারেন শিশু নুর মোহাম্মাদ এর জীবন।

মোঃ মোস্তাফিজুর রহমান,বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ / ১৬৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ মে, ২০২২

ভাল্বের সমস্যায় ভুগছে দেড় বছরের শিশু নুর মোহাম্মদ। অপারেশনসহ তার চিকিৎসার জন্য ৮ লাখ টাকার প্রয়োজন। কিন্তু এ অর্থ ব্যয় করার সাধ্য তার গরিব পরিবারের নেই। কী করে ছেলেকে বাঁচাবে এ নিয়ে চরম শঙ্কায় আর উৎকণ্ঠায় আছেন নুর মোহাম্মদের মা-বাবা।

নুর মোহাম্মদ পাবনার ঈশ্বর্দী উপজেলার চর সাহাপুর গ্রামের হতদরিদ্র ট্রাক ডাইভার আবদুল পান্নান পান্টুর ছেলে। শিশুটির বাবা নিরুপায় হয়ে মাননীয় প্রধানমন্ত্রীসহ দেশের হৃদয়বান ও বিত্তবান মানুষের কাছে সাহায্যের প্রার্থনা করেছেন।
জানা যায়, নুর মোহাম্মদের একটি হার্ড ফুটি হয়ে গেছে। তার সাথে ভাল্বে পানি জমেছে। বর্তমানে ঢাকা ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের স্বাধীনতা পদকপ্রাপ্ত শিশু ইন্টারন্যাশনাল কার্ডিওলজিষ্ট ডা. নুরুন্নাহার এর অধীনে চিকিৎসাধীন রয়েছে। তার উন্নতি চিকিৎসার জন্য ইন্ডিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। পরিবারের পক্ষ থেকে ইন্ডিয়ার চেন্নাইয়ের অ্যাপোলো চিলর্ডেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে যোগাযোগ করা হলে তার খরচ হবে প্রায় ৮ লাখ টাকা।
এ বিষয়ে নুর মোহাম্মদের মা রেশমা বেগম জানান, শ্বশুর আবদুল গফুর সরদার ৫ শতাংশ জমি দিয়েছেন। এই জমির ওপর একটি টিনের সেমিপাকাঘর তুলে কোনোমতে বসবাস করেন। স্বামী ট্রাক ডাইভার। অন্যের ট্রাক চালায়। দিন আনে দিন খায়। দেড় বছর আগে জন্ম নেওয়া শিশু নুর মোহাম্মদের হার্ড ও ভাল্বের সমস্যা দেখা দেয়। শ্বশুরের দেওয়া ওই জমির মধ্যে চিকিৎসার জন্য বাড়ি বিক্রি করা হয়েছে। অন্যস্থানে তার ৩ শতাংশ আছে সেই জমিটুটুও বিক্রি করার চিন্তা করছেন।
নুর মোহাম্মদের বাবা আবদুল পান্নান পান্টু জানান, ছেলেকে নিয়ে দড়াদড়ি করতে গিয়ে ট্রাক চালানো বন্ধ  রয়েছে। বর্তমানে আয়ও নেই। বাবার দেওয়া জমিটুকু বিক্রি করেছি। প্রতিদিন তার ওষুধ লাগে ৪৫০ টাকার। জমি বিক্রি করা টাকাও শেষ হয়ে গেছে। এখন সংসার ও ছেলের চিকিৎসা করাতে পারছি না।
অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। এখন ছেলের চিকিৎসা করাব কীভাবে? এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। ছেলেকে নিয়ে মা-বাবা দুশ্চিন্তায় পড়েছেন। নিরুপায় হয়ে দেশের হৃদয়বান ও বিত্তবান মানুষের কাছে সাহায্যের প্রার্থনা করেছেন।
যোগাযোগ বা সাহায্য পাঠানোর ঠিকানা-আবদুল পান্নান পান্টু, বিকাশ নম্বর ০১৭৪৮-৭৪৭১০২ (ব্যক্তিগত)। জনতা ব্যাংক, রুপপুর শাখা, পাবনা হিসাব নম্বর ০১০০০৪৪৯৪৭৮৫৯।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর