ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে আলহাজ্ব মাষ্টার হাবিবুর রহমান ফাউন্ডেশন
সুনামগঞ্জে ছাতকে সুরমা,চেলা, পিয়াইন ও বটের নদীর পানি কিছুটা কমলেও বন্যা পরিস্থিতির কোনো এখনো ও উন্নতি হয়নি। এ অবস্থায় বন্যাকবলিত এলাকায় ত্রাণের জন্য হাহাকার বাড়ছে।গত ২১/মে/ শনিবার বিকালে বন্যায় ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে আলহাজ্ব মাষ্টার হাবিবুর রহমান ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের নিজ অর্থায়ানে সার্বিক বন্যা পরিস্থিতি দেখার পাশাপাশি উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নে বন্যা দুর্গতদের ৫ শতাধিক দশঘর ও মালিকান্দি গ্রামের বানভাসি ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন এবং বন্যা কবলিত ক্ষতিগ্রস্তদের মধ্যে চিড়া,গুড়,মুড়িসহ শুকনো খাবার খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মাহফুজুর রহমান মাসুম,মেম্বার আলমগীর কবির,মাস্টার রেজ্জাদ আহমদ, ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ফজল উদ্দীন,সংরক্ষিত মহিলা সদস্য ইয়াসমিন বেগম,শরিফ উদ্দীন,প্রমুখ।
এক বক্তব্য ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মাহফুজুর রহমান মাসুম বলেন,বন্যা ক্ষতিগ্রস্থদের পাশে আমরা সবাই দাঁড়ানো উচিত নিজ নিজ সাধ্য অনুযায়ী, কারন মানুষ মানুষের জন্য, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ালো হচ্ছে আলহাজ্ব মাষ্টার হাবিবুর রহমান ফাউন্ডেশনের আদর্শ।