শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

তানোরে হেরোইন সেবনের সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার-৩।

মোঃ সারোয়ার,তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ / ১৬৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ মে, ২০২২

তানোরে হেরোইন সেবনের সময় ছাত্রলীগের সাধারন সম্পাদকসহ গ্রেফতার-৩।


রাজশাহীর তানোরে মাদক সেবনের সময় হাতেনাতে উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সরনজাই ইউপির কাসারদীঘি গ্রামের সারোয়ার হোসেন শাওন, তানোর পৌর এলাকার কালিগঞ্জ মাসিন্দা গ্রামের আলতাফ আলীর পুত্র সুমন ও মোহনপুর উপজেলার মহব্বতপুর ভাতপাড়া গ্রামের মোজাহারুল ইসলামের পুত্র হাফিজুর রহমান।

তানোর থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীকে সাথে নিয়ে একটি বাড়িতে হেরোইন সেবন করছে এমন নির্ভরযোগ্য তথ্যের  ভিত্তিতে ওই বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া বলেন,উল্লেখিত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার সকালে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর