রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

আগামী দিনের আন্দোলন সংগ্রামে যেখানে বাধা দেয়া হবে,সেখানে প্রতিরোধ গড়ে তোলা হবে : এ্যানি।

মোঃ সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ / ১৮৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ মে, ২০২২

আগামী দিনের আন্দোলন সংগ্রামে যেখানে বাধা দেয়া হবে,সেখানে প্রতিরোধ গড়ে তোলা হবে : এ্যানি


বাংলাদেশ জাতীয়বাদী দলের কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী দিনের আন্দোলন সংগ্রামে যেখানে বাধা দেয়া হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। বিএনপির আন্দোলন, চট্টগ্রাম , রাজশাহী ,খুলনা , বরিশাল , সিলেট , ঢাকা , রংপুর , ময়মনসিংহ, অপেক্ষায় বসে থাকলে হবে না। লক্ষ্মীপুর থেকে আন্দোলন গড়ে তুলতে নেতাকর্মীদের আহ্বান করেন। শনিবার (১৪ মে) সন্ধ্যা এ্যানির লক্ষ্মীপুর বাসভবন প্রাঙ্গণে জেলা বিএনপির আয়োজিত দেশব্যাপী বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদী বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এ্যানি এই সব কথা বলেন।

এসময় এ্যানি আরও বলেন, আমাদের বহু নেতাকর্মী গুম,খুন, হামলার শিকার হয়েছে। এবং কি বছরের পর বছর ঘরবাড়ি চেয়ে পালিয়ে থাকতে হয়েছে। এবার প্রতিরোধের সময় এসেছে। ঘরে বসে থাকলে হবে না। যেখানে অন্যায়, সেখানে প্রতিবাদ।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে এ্যানি আরও বলেন, দেশের কোটি-কোটি টাকা পাচার করে সরকার ঋণে জর্জরিত করে রাখছে দেশটাকে। যে শিশু আজ জন্মগ্রহণ করে, সেইও ঋণের বোজা নিয়ে জন্মগ্রহণ করে।

জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুউদ্দিন সাবুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাছিবুর রহমানের সঞ্চলনায় এই বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, এডভোকেট হাফিজ, হারুনুর রশিদ ব্যাপারী, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপাক, সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনসহ প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর