শিরোনাম
সরকারি সম্পত্তি(বিলে)মাটি কাটায় বাধা গ্রাম পুলিশের পরিবারের উপর হামলা, আহত ৩। উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীর মৃত্যু। কালিয়াকৈরে পরিবেশ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি কারখানাকে জরিমান। বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের মুক্তির দাবীতে ডিমলায় বিক্ষোভ মিছিল। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ও জনসম্পৃক্ততায় কালিয়াকৈরে ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ। ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসে বিনামুল্যে স্বাস্থ্যসেবা। নারী বিষয়ক সংস্কার আইন বাতিলের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। গৃহবধু হত্যা মামলার আসামী না ধরলে বালিয়াডাঙ্গী থানা ঘেরাও করার ঘোষণা। দুর্গাপুরে বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। কমলগঞ্জে বর্ণীলসাজে মণিপুরীদের ঐতিহ্যগত “লাই-হরাউবা” উৎসব।
বুধবার, ১৪ মে ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন

ত্যাগী নেতাকর্মী দলের প্রাণ গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন আ’লীগের সন্মেলনে এমপি মানিক।

মোঃ ফজল উদ্দিন, ছাতক(সুনামগঞ্জ )প্রতিনিধি। / ১৬৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ মে, ২০২২

ত্যাগী নেতাকর্মী দলের প্রাণ গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন আ’লীগের সন্মেলনে এমপি মানিক


সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক বলেছেন, দলের দুর্দিনে যারা আওয়ামীলীগের হাল শক্তহাতে ধরেছিলেন তাদেরকে সকল কমিটিতে মুল্যায়ন করা হবে। দলের জন্য যারা বিভিন্ন সময়ে হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে কখনো আওয়ামীলীগ ভুলে যাবেনা।শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখনো ষড়যন্ত্রকারীরা বসে নেই। তারা দেশ ও দলের বিরুদ্ধে অব্যাহতভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দলের মধ্যে ও ষষড়যন্ত্রকারী রয়েছে,এদের চিহ্নিত করতে হবে। শক্ত হাতে এদের দমন করা প্রয়োজন ।

তিনি আগামী দিনে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে আরো বলেন, তৃণমূলের ত্যাগী কর্মীরাই আওয়ামীলীগের প্রাণ। জনগণই আওয়ামী লীগের শক্তির উৎস। তাই আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও দলের কাজে সকলকে আত্মনিয়োগ করতে হবে। শেখ হাসিনারর গতিশীল নেতৃত্বে সবাই মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার কাজে এগুতে হবে ।

এমপি মানিক সকল প্রকার বিভেদ ভূলে আগামী জাতীয় নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করে সকল নেতাকর্মীদের নিয়ে নবগঠিত কমিটি সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানিয়েছেন। ছাতকের গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত১৩/মে/ শুক্রবার বিকালে গোবিন্দগঞ্জ সায়মা সাদী মহল সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মখলিছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হকের পরিচালনায় অনুষ্টিত সন্মেলনে

বক্তার বক্তব্য রাখেন, ছাতক উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। সম্মেলনের দ্বিতীয় পর্বে বর্তমান সভাপতি আলহাজ্ব মখলিছুর রহমানকে সভাপতি, নুরুল হককে সাধারণ সম্পাদক ও আবু হানিফা সয়মনকে সাংগঠনিক সম্পাদক করে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সন্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, সাবেক পৌর মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, এডভোকেট আশিক আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন।

এসময় গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ভিপি আওলাদ আলী রেজা,আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী,সাবেক চেয়ারম্যান আখলাকুর রহমান,সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন,ছাতক প্রেসক্লাবের সহ সভাপতি বদর উদ্দিন আহমদ,আওয়ামীলীগ নেতা ফারুক আহমদ সরকুম, আব্দুল করিম,আব্দুস সামাদ,সুন্দর আলী, মাষ্টার মাফিজ আলী,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাজী ওবায়দুল রউফ বাবলু, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম,এনামুল হক এনাম উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজামুল হক রিপন সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সম্মেলনের শুরুতে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সন্মেলনে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা ফরিদ উদ্দিন ও গীতা পাঠ করেন অতুল চন্দ্র মানিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর