রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন

বাঘায় ২৪ প্রহর ৩ দিন ব্যাপী ৪৫ তম যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন।

রিপোটারের / ৩১৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

বাঘায় ২৪ প্রহর ৩ দিন ব্যাপী ৪৫ তম যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন


রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ক্ষ্যাপা বাবার আশ্রমে বিশ্ব মানবতার কল্যাণ কামনায়, দেশ মাতৃকার ও জাতির মঙ্গলার্থে ২৪ প্রহর তিনদিন ব্যাপী ৪৫ তম মহানাম যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ মে) রাত ৯টায় এ অনুষ্টানের উদ্বোধন করা হয়।

আয়োজিত যজ্ঞানুষ্ঠানে সভাপতিত্ব করেন আশ্রমের পরিচালক ও অধ্যক্ষ জিতেন্দ্র নাথ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আড়ানী পৌর আ.লীগের সভাপতি আবদুল মতিন মতি, সাধারণ সম্পাদক রিবন আহম্মেদ বাপ্পি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে, সাধারণ সম্পাদক অপূর্ব সাহা, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঔক্য পরিষদের সভাপতি রাম গোপাল সাহা, সাবেক সভাপতি শান্তি রঞ্জন সরকার।

অপূর্ণ রানী সরকারের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আড়ানী পৌরসভার প্যানেল মেয়র কার্তিক চন্দ্র হালদার, কাউন্সিলর আসাদুজ্জামান রানা, নওশাদ আলী, আড়ানী ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সামরুল হোসেন, যজ্ঞানুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার প্রমুখ।

মহানাম যজ্ঞানুষ্ঠানে পিরোজপুরের বাগেরহাটের অষ্ট সখী সম্প্রদায়, ঢাকা মানিকগঞ্জের নিত্য নিরাঞ্জন সেবা সংঘ, গোপালগঞ্জের প্রভুপ্রাণ কিশোর সম্প্রদায়, মাগুড়ার মা দুর্গা সম্প্রদায়, গোপালগঞ্জের মাধবী লতা সম্প্রদায়, রাজবাড়ীর নব নিত্য নিরঞ্জন সম্প্রদায় এবং আড়ানী ক্ষ্যাপা বাবার আশ্রমের পাগলা বাবা সম্প্রদায় সহ সাতটি দল অংশ গ্রহন করবে।

সংশ্লিষ্ট্র সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধী রাজাকার চক্র আশ্রমটি ধ্বংস করে। তারপর ১৯৯২ সালের ৭ নভেস্বর আশ্রমটি জামায়াত-শিবিরের নেতৃত্বে ভাংচুর, লুটপাট ও অঘ্নিসংযোগ করা হয়েছিল। তারপর আশ্রমের পরিচালক ও অধ্যক্ষ পাগলা বাবা জিতেন্দ্র নাথ চৌধুরী ভারতে পালিয়ে যায়। দীর্ঘদিন পর নতুনভাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি’র আন্তরিকতায় আবারও পান ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর