চট্টগ্রামে ফুটপাত,রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রাখার অপরাধে ২০ ব্যক্তিকে জরিমানা
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ ১১ মে ২০২২- বুধবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এর নেতৃত্বে জাকির হোসেন রোড ও পাহাড়তলী ওয়ার্লেস এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি দায়ে ৮ দোকানদারের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযানে পলিথিনমুক্ত পরিবেশ বান্ধব নগরী গড়ার লক্ষ্যে পাহাড়তলী থানাধীন ঝাউতলা বাজারে পলিথিন বিরোধী অভিযান পরিচালিত হয়। এই সময় দুইটি দোকান থেকে পলিথিন ব্যাগ জব্দ করা হয় এবং পলিথিন ব্যাগ বর্জনের জন্য দোকানদার ও ক্রেতা সাধারনের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়।
অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এর নেতৃত্বে নগরীর চান্দগাঁও আরাকান রোডের মৌলভী পুকুরপাড় থেকে সিএন্ডবি বালুরটাল পর্যন্ত রাস্তা ও ফুটপাতে নির্মাণ সামগ্রী রেখে ও দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১২ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পুর্বক ৫২ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর একই আদালত কর্তৃক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক এর দায়েরকৃত মোকদ্দমায় ২ ব্যক্তিকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।
Post Views: 341