বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান।
বিয়ের স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন প্রেমিকা। ঘটনাটি ঘটেছে,নাটোরের নলডাঙ্গার বাঙ্গালখলসি গ্রামে।
জানা যায়,বাঙ্গালখলসি গ্রামের ইয়াচিন প্রাং ছেলে আঃ সালাম (৪০) এর সঙ্গে পাশের চৈউখালি গ্রামের মৃত কাচু প্রাং এর মেয়ে মিথিলা খাতুনের(২৮) দীর্ঘদিন যাবৎ প্রেমের স্বাক্ষ্যতা গড়ে তোলে। ৮ বছর আগে তারা বিয়ে করেছেন,দাবি মিথিলার। মিথিলার বাড়ি চৈউখালি হলেও তিনি নাটোর প্রাণ কারখানায় নারী শ্রমিকের কাজ করেন, এবং নাটোরে তার ভাড়া বাসায় সালামের নিয়মিত যাতয়াত ছিলে বলে,দাবি করেছেন মিথিলা। এরপর কিছুদিন থেকে মিথিলা বিভিন্নভাবে সালামের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে সালামের বাড়িতে এসে ওঠে।
রবিবার সরেজমিনে বাঙ্গালখলসি গ্রামে গিয়ে সালামের বাড়ির সামনে মিথিলাকে বসে থাকতে দেখা যায়। কিন্তু,সেখানে সালামকে পাওয়া যায়নি। তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে,তিনি ফোন রিসিভ করেননি।
মিথিলা বলেন,আমার এভাবে চলে আসা ছাড়া কোনো উপায় ছিল না। স্ত্রীর স্বীকৃতির দাবিতে যখন আমি সালামের বাড়িতে আসি,তখন তার পরিবারের লোকজন আমাকে মারধর করে,বের করে দেয়। সালাম যতক্ষন আমাকে স্ত্রীর স্বীকৃতি না দেয় ততক্ষণ ঝড়,বৃষ্টির মধ্যে আমি এখানেই করব।
সালামের বাবা ইয়াচিন প্রাং বলেন,সালাম ও মিথিলার বিয়ের বিষয়ে আমাদের কিছু জানা নেই। মিথিলা বিয়ের কাগজপত্র দেখাতে পারলে,আমরা মেনে নিবো।