রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন

নাগরপুরে সাংবাদিক বাবুর মুক্তির দাবীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন।

রিপোটারের / ৩৫২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ মে, ২০২২

নাগরপুরে সাংবাদিক বাবুর মুক্তির দাবীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন।


টাঙ্গাইলের নাগরপুরে চক্রান্তমূলক, মিথ্যা ও বানোয়াট চাঁদাবাজি মামলায় কারাগারে থাকা নাগরপুর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি ও সিনিয়র সাংবাদিক আজিজুল হক বাবু’র নি:শর্ত মুক্তির দাবীতে মুক্তিযোদ্ধাদের কয়েকটি সংগঠন সম্মিলিত ভাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

বুধবার (৪ মে) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সংলগ্ন সড়কে নাগরপুর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সংগঠনের যৌথ আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচীতে সাংবাদিক বাবু’র নামে মিথ্যা ও বানোয়াট চাঁদাবাজি মামলা প্রত্যাহার সহ তার নি:শর্ত মুক্তির দাবী জানিয়ে বিভিন্ন মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।

এছাড়াও সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে সাংবাদিকতায় জড়িত অভিযুক্ত সরকারি স্কুলের শিক্ষক রামকৃষ্ণ সাহা রামার বিরুদ্ধে সুষ্ঠ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: ফরহাদ আলী অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত বানচালের পক্ষ নেওয়ায় তার বিরুদ্ধেও পদক্ষেপ নিতে এই কর্মসূচীর মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোরালো দাবী জানানো হয়।
নাগরপুর উপজেলা সাবেক কমান্ডার

বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন বলেন, আজিজুল হক বাবু একজন নির্ভীক সাংবাদিক। সে সত্যের পক্ষে কাজ করতে গিয়ে আজ কিছু প্রভাবশালীদের রোষানলে পড়ে মিথ্যা ও বানোয়াট মামলায় কারাগারে রয়েছে। আমি সহ আমরা সকল বীর মুক্তিযোদ্ধারা এই অকুতোভয় সাংবাদিক বাবুর অবিলম্বে মুক্তি চাই।

এ প্রতিবাদ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, আক্তার হোসেন ভূঁইয়া, হানিফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সন্তান মোঃ সেলিম মিয়া, মোঃ ছাদ্দাম হোসেন, পান্না, মুরাদ সহ উপজেলার সকল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান গণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর