শিরোনাম
দুর্গাপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট প্রশিক্ষণ। ডিমলায় বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। গাঁজায় চলম ধ্বংসষজ্ঞ ও প্রানহানীর প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ। গাঁজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ মিছিল। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল। ইহুদীদের সাথে হযরত মুহাম্মদ (স.) জামাকে তুলনা করায় মৌলভীবাজারে প্রতিবাদ। কালিয়াকৈর চাপাইর তুরাগ নদীতে বৃদ্ধের লাশ উদ্ধার। উল্লাপাড়ায় শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা অভিযোগ। উল্লাপাড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ। মাধবপুরে গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী গ্রেপ্তার।
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন

তাড়াশের ঈদ বাজারে জনসাধারনের দুর্ভোগ চরমে।

মোঃ শাহিনুর রহমান তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ / ৩৯৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ মে, ২০২২

তাড়াশের ঈদ বাজারে জনসাধারনের দুর্ভোগ চরমে।


সিরাজগঞ্জের তাড়াশে অটো ভ্যানের নিয়ন্ত্রণ না থাকায় জনগন ঈদ বাজার করতে এসে ব্যাপক দুর্ভোগের কবলে পরছেন। ১ মে রবিবার এমনটাই দৃশ্য দেখা গেছে তাড়াশ পৌরসভার সদর তাড়াশ বাজারে। উপজেলার মধ্যে এই বাজার সদরে অবস্থিত বলে সকল গ্রামের জনগন ঈদের কেনাকাটা করতে আসছে। শুধু এই ঈদ উপলক্ষে নয় অন্যান্য দিনেও এই রকম ভোগান্ত্মিতে সাধারণ মানুষ এই বাজারে বাজার করেন।

ঈদ মঙ্গলবার হওয়ায় ১দিন সময় পেয়ে ক্রেতাদের উপচে পরা ভীড়ে বাজারের গলি গুলোতে পায়ে হেটে চলাচল করাই কষ্টদায়ক। তার পর নাই অটো ভ্যানের নিয়ন্ত্রণ। তাড়াশ বাজারের প্রধান প্রধান গলিতে অটো ভ্যান গ্যারেজ করে রাখায় ও অনিয়ন্ত্রিত বাজারের মধ্যে অটো ভ্যান চলাচল করায় সাধারণ মানুষ বাজার করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছে। বিশেষ করে মেয়েদের চলাচল করাই যেন ঈদের প্রধান বাধা হয়েছে।

বিগত ২ বছর কোভিট ১৯ করোনার কারনে জনগন ঈদের আনন্দ তেমন ভাবে করতে না পারায় এবারে আনন্দপুর্ণ ভাবে ঈদ করবে বলে সবাই বাজার মুখী হয়েছে বাজার করতে। কিন্তু যান জোটের কারনে চলাচলে ব্যাহত হওয়ায় যে দোকান সামনে পাচ্ছে সেখানেই উপচে পরা ভীড় হওয়ায় কেনা কাটায় দর দাম না করে বেশী দামে মালামাল ক্রয় করতে হচ্ছে। বিশেষ করে প্রশাসনের ভূমিকা না থাকায় বাজারে অনায়াসে ভ্যান গাড়ী,মোটর সাইকেল ঢুকে রাস্ত্মা বস্নক করে রাখায় সাধারণ মানুষ পরছে এর বিপাকে।

এ ব্যাপারে তাড়াশ থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, এই ঈদে লোকজন বেশী কেনাকেটা করে। আর তাড়াশ বাজার শহরে হওয়ায় জনগনের উপচে পরা ভীড় হয়েছে। পৌর শহর সহ বিভিন্ন গুরম্নত্বপুর্ন স্থানে থানা থেকে পুলিশ টহল রাখা হয়েছে যেন জনগন শান্তিপুর্ণভাবে কেনাকাটা করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর