রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন

ওসমানীনগরে ৫ শতাধিক মানুষকে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের অর্থ সহায়তা।

মোঃ জিতু আহমেদ, ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ / ৩৯৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ মে, ২০২২

ওসমানীনগরে ৫ শতাধিক মানুষকে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের অর্থ সহায়তা।


সিলেটের ওসমানীনগরের বুরুঙ্গা বাজার ইউনিয়নের নিম্ন আয়ের মানুষের ভাগ্যউন্নয়নের পাশাপাশি অসহায় নিপিরিত মানুষের কল্যানে কাজ করার ধারাবাহিকতায় যুক্তরাজ্য ভিত্তিক সেচ্চাসেবী সংগঠন বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ৫ শতাধিক দুঃস্থ মানুষকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলার বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকের সভাপতি বিট্রিশ কাউন্সিলর মাসুক মিয়া,সাধারণ সম্পাদক শেখ শাহিনুর রহমান বাবুল,কোষাধ্যক্ষ আব্দুর রহমান কালাই মিয়াসহ সকল সদস্যদের তত্বাবধানে বুরুঙ্গা বাজার ইউনিয়নের ৯টি ওর্য়াডের ৫শ শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার বুরুঙ্গা বাজারস্থ ফাউন্ডেশনের কার্যালয়ের অনুষ্টিত বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ফাউন্ডেশনের বাংলাদেশের সভাপতি আতাউর রহমান চৌধুরী।

এ সময় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন,বুরুঙ্গা বাজার ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান।ফাউন্ডেশনের বাংলাদেশের সাধারণ সম্পাদক তোফাজ্জুল ইসলামের পরিচালনায় প্রধান অথিতি ছিলেন,বুরুঙ্গা বাজার ইউপির চেয়ারম্যান আখলাকুর রহমান। বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি কাজী খলিলুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল মুকিত, সহকারী কোষাধ্যক্ষ ইউপি সদস্য ছালিকুর রহমান ছালিক, ইউপি সদস্য দিপংকর দেব শিবু, ফাউন্ডেশনের সদস্য ব্যবসায়ী মো.আকদ্দুছ আলী,হাজী আব্দুল গফ্ফার, মদরিছ খান,ফারুক মিয়া, ফজলু মিয়া প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন,সুবিধা বঞ্চিত মানুষের মৌলিক চাহিদার বাস্থবায়নে কাজ করে যাচ্ছে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্যোক্তারা।

এলাকার অসহায়দের শিক্ষা, চিকিৎসাসহ সার্বিক কল্যানে নীরবে হাত বাড়িয়ে দিয়ে স্থাপন করেছেন মানবতার উজ্জল দৃষ্টান্ত।পাশাপাশি মসজিদ মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকান্ডে ফাউন্ডেশনের রয়েছে ব্যাপক ভূমিকা।

বিতরণী কার্যক্রম শেষে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের সকল সদস্যসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাযাত অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর