হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির ইউক্রেন সফর।
হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জেলিননা জোলি যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের লভিভ শহর সফর করেছেন। তিনি লভিভ শহরের একটি রেল স্টেশনে গিয়ে বাস্তুহারা মানুষের সঙ্গে সাক্ষাত করেছেন।
২৪ ফেব্রুয়ারি/২২ ইউক্রেনের উপর রাশিয়া হামলা চালায়। এরপর থেকে অনেক মানুষ বিভিন্ন সাবওয়ে স্টেশনে আশ্রয় নিয়ে বস্ত্র ও অন্যের অভাবে পড়ে রয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এঞ্জেলিনা জোলির ইউক্রেন সফরের বিষয়টি নিশ্চিত করেন।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার তথ্য মতে, দুই মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের এক কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
এ সংখ্যা ইউক্রেন যুদ্ধ শুরুর আগের মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ। সফরকালে বাস্তুচ্যুত মানুষদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবীদের সঙ্গে কথা বলেন অ্যাঞ্জেলিনা জোলি। তারা জোলিকে জানান, কর্তব্যরত একজন মনোরোগ বিশেষজ্ঞ প্রতিদিন ১৫ জন মানুষের সঙ্গে কথা বলেন।
স্বেচ্ছাসেবকেরা তাকে আরো জানান, রেলস্টেশনে আশ্রয় নেয়াদের মধ্যে বেশির ভাগ শিশু, যাদের বয়স দুই থেকে ১০ বছর। শিশুদের এমন ভয়াবহ পরিস্থিতি দেখে সহমর্মিতা প্রকাশ করেন জোলি। বলেন, এ ধরনের ঘটনা শিশুদের মনোজগতের জন্য একটা ধাক্কা। আমি জানি মানসিক ধাক্কা কীভাবে শিশুদের জীবনে প্রভাব ফেলে। আমি জানি তারা কতটা গুরুত্বপূর্ণ, তাদের কণ্ঠ কতটা গুরুত্বপূর্ণ।