নলডাঙ্গায় জমে উঠেছে ঈদ বাজার,ব্যাস্ত সময় পার করছে ব্যবসায়ীরা
নাটোরের নলডাঙ্গায় জমে উঠেছে ঈদ বাজার ব্যাস্ত সময় পার করছে ব্যবসায়ীরা। দিন দিন মানুষের ভিড় বাড়ছে,বিভিন্ন বস্ত্র বিতান,সু-স্টোর সহ মুদিখানার দোকান গুলোতে।
ক্রেতাদের আনাগোনা বাড়ায় উৎসব মুখর পরিবেশে বেচা কিনা চললেও অন্যান্য বছরের চেয়ে ক্রেতাদের সংখ্যা কম বলে,জানিয়েছেন ব্যাবসায়ীয়া।
ঈদ উপলক্ষে নতুন পোশাক কিনতে আশা আরিফুল ইসলাম বলেন,আমি ও আমার পরিবার ঈদ উপলক্ষে নতুন পোশাক কিনলাম। পোশাকের দাম একটু বেশি হলেও নতুন পোশাক কিনে আমি অনেক আনন্দিত।
মিলি সু-স্টোরের পরিচালক মোঃ ফজলুর রহমান বলেন,অন্যান্য বছরের তুলনায় এই বছর ক্রেতাদের সংখ্যা ও ক্রয় বিক্রয় কম।
সিয়াম গার্মেন্টসের মালিক আকবর আলী জানান,তাদের পণ্য ক্রয়,পরিবহন খরচসহ সব কিছুতেই খরচের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ও ক্রেতার সংখ্যা কম হওয়ায় লোকসানের সম্ভাবনা রয়েছে।
নলডাঙ্গার হাট বাজার মালিক সমিতির সভাপতি মোঃ নাসির হোসেন বলেন ঈদ উপলক্ষে কোন দোকানদার যেনো পণ্যের মূল্য বেশি নিতে না পারে এ বিষয়ে তাদের নজরদারি রয়েছে।
এদিকে ঈদ বাজারকে নির্বিঘ্ন করতে তৎপর রয়েছে,আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান,নলডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকার মার্কেট ও বিপনি বিতানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরদারি করছে। যে কোন অপতৎপরতা মোকাবেলা করতে পুলিশ প্রস্তুত রয়েছে।এছাড়াও ঈদে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তায় পুলিশের টহল টিম মাঠে কাজ করছে।