বাঘা উপজেলার সবথেকে বড় অনলাইন কমিউনিটি আমাদের বাঘা ফেসবুক কমিউনিটি পরিবারের পক্ষ থেকে তৃতীয়বার এর মতো ঈদ ফুড প্যাক বিতরণ।
ইচ্ছে থাকলেই সম্ভব। বর্তমান সোশাল মিডিয়ার মাধ্যমে অনেকেই নানা রকম ভাল কিছু উদ্যোগ নিয়ে বিভিন্ন গরীব দুঃখী মানুষদের মুখে হাসি ফুটাচ্ছে। তারই ধারাবাহিকতায় তৃতীয়বারের মত “আমাদের বাঘা” ফেসবুক গ্রুপের মাধ্যমে উপজেলার অসহায় দুঃস্থ মানুষদের মুখে হাসি ফুটানোর চেষ্টা।
কথা বলছি “আমাদের বাঘা” ফেসবুক গ্রুপ নিয়ে যেখানে রাজশাহীর বাঘা উপজেলার এক ঝাক উদীয়মান তরুণ কাজ করে যাচ্ছে আমাদের বাঘা ফেসবুক কমিউনিটি নিয়ে।
তারা সেই ফেসবুক গ্রুপের মাধ্যমে আজ শনিবার ঈদ ফুড প্যাক বিতরণ করেন। কার্যক্রমটি পরিচালনা করছে আমাদের বাঘা নামক একটি ফেসবুক ভিত্তিক অনলাইন গ্রুপ। ২০১৩ সালে যাত্রা শুরু করে গ্রুপটি প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক কাজ করে আসছে প্রতিনিয়ত। শীতে কম্বল বিতরণ, বন্যায় ত্রাণ বিতরণ, মেডিক্যাল ক্যাম্প সহ নানা উদ্যোগ গ্রহণ করে এই গ্রুপ টি।
অন্যান্য বারের মতই এবারে ঈদ উপলক্ষ্যে উপজেলার প্রত্যেকটি গ্রাম ও ওয়ার্ডে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে গ্রুপের সদস্যরা। এর আগে করোনা কালীন সময়েও থেমে না থেকে স্বাস্থ্যবিধি বিবেচনায় নিয়ে গ্রুপের সদস্যরা নিজেরাই বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে গিয়ে মানুষের বাসায় ঈদ উদযাপন সামগ্রী পৌঁছে দিয়েছে।
আজ সকালে উপজেলার তেঁথুলিয়া হাইস্কুল মাঠে এই ঈদ ফুড প্যাক বিতরণ করা হয়।সেখানে উপস্থিত গ্রুপের অন্যতম এডমিন এস আর সাকিব রহমান বলেন, ঈদ ফুডপ্যাক ফান্ডে শুভান্যুধ্যায়ী ব্যক্তিদের জমাকৃত অর্থ দিয়ে এই ঈদ ফুড প্যাক বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি, সাথে আমাদের প্যানেল ও শরীক হয়েছে।
এবারের ফুড প্যাক কার্যক্রম এর অন্যতম সহযোগী মুঞ্জু হাসপাতাল ও এন আর বি সি ব্যাংক বাঘা শাখার কে ধন্যবাদ জানান।
তিনি এই কার্যক্রমে আর্থিক ও মানসিকভাবে সহযোগী সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানস্থলে উপস্থিত সুজিত পাণ্ডে বাকু, ডা. মুহাঃ আলমগীর রেজা, আবুল কালাম আজাদ, সঞ্জয় কুমার সাহা, শীতল কর্মকার, শামীম হোসাইন, মতিউর রহমান, চন্দন কুমার সরকার, উৎপল কুমার, নাজমুল হোসেন প্রমুখ গ্রুপের সফলতা কামনা করেন।
গ্রুপের অন্যতম ব্যক্তিত্ব সিনিয়র সহকারী জজ, সুমন কুমার কর্মকার ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের এই গ্রুপের উদ্দেশ্য মানুষের অগোচরে বা হঠাৎ করে তাদের বিপদে পাশে দাড়ানো। তিনি গ্রুপের কার্যক্রম অব্যাহত রাখার জন্য সকলের দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য, ‘উৎসবে-দূর্যোগে, নিঃশ্বাসে-বিশ্বাসে, আমাদের বাঘা আপনার পাশে’ স্লোগানে প্রায় আট হাজার সদস্য নিয়ে পরিচালিত ফেসবুক গ্রুপটি সামাজিক উন্নয়ন মূলক বিভিন্ন কার্যক্রমে অনবদ্য ভূমিকা রেখে চলেছে দীর্ঘদিন।
গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন মীর রাসেল গ্রুপের পরিচালনা পর্ষদ এর সদস্য, সম্মানিত উপদেষ্টা মন্ডলী ও গ্রুপের সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি শুভ কামনা জানিয়েছেন।