রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন

বড়লেখায় ক্যারিয়ার এবং ক্যাপাসিটি বিল্ডিং বিষয়ক  সেমিনার অনুষ্ঠিত। 

এলিসন সিঙ,মৌলভীবাজার প্রতিনিধিঃ / ৩৭৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

বড়লেখায় ক্যারিয়ার এবং ক্যাপাসিটি বিল্ডিং বিষয়ক  সেমিনার অনুষ্ঠিত। 

মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের পরিচালনায় আন্তর্জাতিক শিশু উন্নয়ন সংস্থা “কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ”র সার্বিক সহযোগিতায় একদিন ব্যাপী “ক্যারিয়ার এবং ক্যাপাসিটি বিল্ডিং” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

 শুক্রবার (২৯ এপ্রিল) বড়লেখা  উপজেলা অধীনে  দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের অন্তর্গত  ৭ নম্বর খাসি পুঞ্জিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রকল্পের উপকারভোগী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পড়ুয়া ৫০ জন শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
এই সেমিনারে সভাপতিত্ব করেন প্রকল্পের চেয়ারম্যান প্রবীণসন সুছিয়াং।প্রকল্প ব্যবস্থাপক টারজেন পাপাং এর সঞ্চালনা মধ্যদিয়ে  “ক্যারিয়ার এবং ক্যাপাসিটি বিল্ডিং” বিষয়ে সেমিনারে আলোচনা করেন, মৌলভীবাজার জেলা ও দায়রা জজকোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট সুবিমল লিন্ডকিরি প্রমুখ ।
সেমিনারে আলোচনায় আলোচক  নিজের জীবনকে কি ভাবে গড়তে হবে এবং গঠন করতে হবে, সে বিষয়গুলো বিভিন্ন ভাবে  দিকনির্দেশনা দান করেন।
এসময় সেমিনারে আরও উপস্থিত ছিলেন প্রকল্পের হিসাবরক্ষক ডিকো সুরং, সমাজ উন্নয়ন কর্মী রিতা সুছিয়াং, রজেন পঃলং, মা ও শিশু পরিচর্যাকারী (ইমপ্লিমেন্টর) আইটিমন পঃস্না, প্রিয়াঙ্কা এলগিরি, শিশু উন্নয়ন কর্মী সাংবাদিক মাইকেল নংরুম, রাজু খংলা, শান্তি পঃস্না সহ প্রকল্পের সকল কর্মীবৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর